1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জনপ্রিয়তা বেড়েছে চট্টগ্রামের জ্যোতিষী জয়ন্ত আচার্য্য শ্রীকান্তের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিরপুর ল ‘কলেজের তথাকথিত অধ্যক্ষ আলা উদ-দিনের অবৈধ ক্ষমতার অবসান! সরব সামাজিক যোগাযোগ মাধ্যম! শ্রীপুর উপজেলা নির্বাচনে ভোটাররা বেছে নিতে পারেন জামিল হাসান দুর্জয়কে রাত পেহালেই নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সকল প্রস্তুতি সম্পন্ন দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৭ দফা বাস্তবায়নের মাধ্যমেই ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার সংহত করা সম্ভব চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরীর সমর্থনে চন্দনাইশ উপজেলা যুবলীগের মতবিনিময় সভা মাগুরায় এক দিবসীয় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড । Daftar Situs Link Casino Online Terbaik Hari ini Gampang JP

জনপ্রিয়তা বেড়েছে চট্টগ্রামের জ্যোতিষী জয়ন্ত আচার্য্য শ্রীকান্তের

অর্ক রায় সেতু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৮৮ বার

মহাভারতে ভগবান কৃষ্ণ কর্ণ”কে বলেছিলেন দান তাকেই বলে জাতে দানী হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে। কিন্তু বলিদান সেটাই হয় যা দানী দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে। সমাজের প্রতি কৃষ্ণের কথার ন্যায় মানুষের কর্মের সৎ উত্তর পাওয়া সম্ভব। জগতের আক্রান্ত সভ্যতাকে কিছু দেওয়ার জন্য যারা নিতান্ত লড়ায় করে যাচ্ছেন। বিরুদ্ধ চারণ করেছেন বহুমাত্রিক অন্যায় আর অনিয়মের মুখে দাড়িয়ে। শরীর থেকে ত্যাগ করেছেন মোহ লালসা আর ক্রোধের মতো কঠিন শব্দ গুলো। বলছি জ্যোতিষী জয়ন্ত আচার্য্য শ্রীকান্তের কথা। নিজেকে কোনো শ্রেণীতে ভাগ না করে মানুষের মনে জায়গা করে নিয়েছেন পুরোটা। জয়ন্ত বলেন ,মানুষ হয়ে জন্মেছি তাই মানুষের মতো পৃথিবীতে থাকতে চাই। মানুষকে কিছু দেয়ার আগ্রহ সেই ছোট কাল থেকে বাবা অরুণ আচার্য্য ছিলেন জ্যোতিষ ,বংশের সেই পরম্পরা ধরে রাখতে চাই।বর্তমানে জয়ন্ত , জ্যোতিষ শাস্ত্রকে মূল পেশা হিসেবে বেছে নিলে ও নানান রকম গবেষণা মূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তিনি। ভূষিত হয়েছেন বিভিন্ন সম্মাননায় , প্রশ্ন করলে জয়ন্ত তুলে ধরেন নিজের একাধিক অর্জনের কথা। তিনি পেয়েছেন জ্যোতিষ বিদ্যায় স্বর্ণপদক ও জ্যোতিষ ভাস্কর উপাধি। মানুষ আর জ্যোতিষ শাস্ত্রের যোগসূত্র ,নানাবিধ তথ্য কে ধর্মের সাথে সহজবোধ্য করার জন্য জ্যোতিষ গবেষণা সমিতিতে ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করছে জয়ন্ত। এছাড়াও সনাতনীদের গীতা শিক্ষায় পিছিয়ে পড়ায় ভয়ংকর একটা রুপ দেখছেন তিনি। তাই সম্পূর্ণ বিনামূল্য গীতাশিক্ষা দিয়ে যাচ্ছেন একাধিক শিক্ষার্থীদের। লাভ জিহাদের বিপক্ষে কঠিন ভূমিকা পালন করতে চান তিনি। সনাতনীদের মুক্ত হওয়ার আন্দোলনে বরাবরই সজাগ জয়ন্ত। যুগ্ন আহব্বায়ক হিসেবে তিনি যুক্ত আছেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপে)। এছাড়াও মানবিক ও বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন তিনি। জয়ন্ত আরও বলেন জ্যোতিষ শাস্ত্র ও বিভিন্ন মহাজাগতিক রহস্যের কথা। যার পজেটিব বা নেগেটিভ এনার্জি কিভাবে ক্ষতি করছে সৃষ্টি জগতের উপর। সে নেগেটিভ শক্তি প্রতিহত করার জন্য মূলত রাশি রত্ন ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি মানুষদের।দিনশেষে এটাই বলবো ভাগ্য কখনও একজন জ্যোতিষ বদলাতে পারেনা, জ্যোতিষ চলার পথে মানুষ কে পথ দেখাতে পারে , গ্রহের অবস্থান বিচার বিশ্লেষণ করে। মানুষ তার অবস্থান তখনি বদলাতে পারে যখন যে পূর্ণ বিশ্বাস স্থাপন করে এগিয়ে যায়। দিনশেষে বলবো ভালোকর্মের ফল সবাইকে ভোগ করতে হয় আপনি আমি এবং আমাদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম