1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে জোরপূর্বক মাটি ভরাট করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে মেধাবী ছাত্র হাবিব অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না আনোয়ারা উপজেলা নির্বাচনে দলমত নির্বিশেষে সবার কাছে আনারস মার্কায় ভোট চাইলেন কাজী মোজাম্মেল নবীগঞ্জে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৫ ঠাকুরগাঁওয়ে নিবির হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ রাউজানে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় আটক- ৩ ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসক সংকট ! Memperkenalkan Slot Sweet Bonanza: Sensasi Manis dari Dunia Perjudian Online Mengenal Lebih Dalam Permainan Slot 888 Bonanza dan Slot Lainnya ঠাকুরগাঁওয়ে মেধাবী ছাত্র হাবিব অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫

চৌদ্দগ্রামে জোরপূর্বক মাটি ভরাট করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে জোরপূর্বক অন্যের জমিতে দুই দফা রাতের আঁধারে মাটি ভরাট করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সালমা বেগম নামে এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের উত্তর বাবুচি গ্রামে। সালমা বেগম একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো: জাহাঙ্গীর আলমের স্ত্রী। এ ঘটনার প্রতিকার ও দোষীদের শাস্তির দাবি করে চৌদ্দগ্রাম থানায় অভিযুক্ত সালমা বেগম সহ অজ্ঞাতনামা আরো চার-পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি নুরে আলম।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের জগমোহনপুর (উত্তর বাবুচি) গ্রামের আলী আকবর এর ছেলে নুরে আলম বাবুচি উত্তর মৌজায় বিএস ফাইনাল খতিয়ান-৪৪২ এর বিএস ৭২৯ ও ৭৩০ দাগে ১৬ শতক জায়গা ক্রয়সূত্রে মালিক হইয়া দীর্ঘদিন যাবৎ ভোগদখল করিয়া আসিতেছেন। বর্ণিত জায়গায় বিবাদিনী সালমা বেগম এর কোনো শর্ত বা স্বার্থ নাই। এরপরও সালমা বেগম স্থানীয় কতিপয় অজ্ঞাতনামা লোকের সহযোগিতায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২৪ ফেব্রুয়ারী রাতের আঁধারে মাটি ভরাট করে জোরপূর্বক নুরে আলমের তিন শতক জমি দখলের চেষ্টা করেন। ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগি এ ব্যাপারে প্রতিবাদ করেন এবং গ্রাম্য গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। পরে তাদের সহযোগিতায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হয়। সর্বশেষ বৈঠকে শালিসদারদের সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত সালমা বেগম নুরে আলমের জমিতে ভরাটকৃত মাটিগুলো দুই দিনের মধ্যে সরিয়ে ফেলার অঙ্গীকার করেন। কিন্তু শালিস-বৈঠকের কয়েক সপ্তাহ অতিবাহিত হলেও অভিযুক্ত সালমা বেগম ভুক্তভোগির জমিতে ভরাটকৃত ওই মাটিগুলো না সরিয়ে গত ১৯ এপ্রিল রাতের আঁধারে পুনরায় মাটি ভরাট শুরু করেন। ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগি ওই দিন রাতেই জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশি সহযোগিতা চাইলে দ্রুত সময়ের মধ্যে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেয়। পরদিন সকালে ভুক্তভোগি ঘটনাস্থলে (তার নিজ জমিতে) গিয়ে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সালমা বেগম ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করতে উদ্ধত হন এবং প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন হুমকি-ধমকি প্রদান করেন। পরে তিনি শনিবার (২০ এপ্রিল) দুপুরে চৌদ্দগ্রাম থানায় এ বিষয়ে সালমা বেগম সহ অজ্ঞাতনামা আরো কয়েজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগি নুরে আলম জানান, ‘আমার ক্রয়কৃত নিষ্কন্টক একটি জায়গার উপর সৈয়দপুরের জাহাঙ্গীর আলমের স্ত্রী সালমা বেগম অজ্ঞাতনামা কতিপয় লোকের সহযোগিতায় রাতের আঁধারে মাটি ভরাট করে জোরপূর্বক তিন শতক জায়গা দখলের চেষ্টা করে। এতে আমি বাধা দিলে সে আমাকে প্রাণনাশের হুমকি সহ ক্ষতিসাধনের বিভিন্ন হুমকি-ধমকি অব্যাহত রেখেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রশাসনের নিকট বিনীত আহবান জানাচ্ছি।’

অভিযুক্ত সালমা বেগম বলেন, ‘আমি নুরে আলমকে ১ শতক জায়গার জন্য ২ লাখ ৭০ হাজার টাকা দিয়েছি। তার কথামতই আমি মাটি ভরাট করেছি।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: বশির আহমেদ বলেন, ‘নুরে আলমকে টাকা দেওয়ার বিষয়ে সালমা বেগম কোনো প্রমাণ দিতে পারেননি। সালমা বেগমকে মাটি সরিয়ে নিতে বলা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম