1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এসপি'র নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, সৈয়দপুরে দুই যুবক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাইয়ের বিশ্বাসঘাতকদের প্রতিহত করতে হবে: ডা. তাহের জনকণ্ঠের সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার না করলে দায়দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে বাসা আর বাসভবনের বৈষম্য দূর করতে হবে: মোয়াজ্জেম হোসেন আলাল নতুন বাংলাদেশ’ গঠনে এনসিপির ইশতেহার তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে: তারেক রহমান ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের ‘মিথ্যার ওপর পিএইচডি করতে হলে হাসিনার কাছে শিখতে হবে’ বৃত্তি পরীক্ষা দিতে পারবে না কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা: গণশিক্ষা মন্ত্রণালয় ছাত্রদলের সমাবেশ, ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান

এসপি’র নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, সৈয়দপুরে দুই যুবক গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৬০ বার

মো: জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর থেকে দুই যুবককে গ্রেফতার করেছে দিনাজপুরের ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে। দিনাজপুর ডিবি পুলিশের এসআই বিশ্বজিৎ এই অভিযানে নেতৃত্ব দেন। সৈয়দপুর থানার এসআই তারেক দীপু তাকে সহযোগিতার করেন।

জানা যায়, দিনাজপুর জেলার পুলিশ সুপারের (এসপি) নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে লোকজনের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাই সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।

আটকে যুবকদ্বয় হলো সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঠনঠনিয়াপাড়ার কাছের মাহমুদের ছেলে আলামিন (২২) ও সাম্বারুর ছেলে রুহুল আমিন (২০)। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের সহযোগিতায় দীর্ঘদিন থেকে নানা ধরনের প্রতারণা করে আসছে। এর মধ্যে বিশেষ করে আইনী সহায়তা দেয়ার নামে দেশের বিভিন্ন এলাকার লোকজনসহ প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া সহ থাই জুয়া (লটারী) ও ভিসা প্রতারণায় জড়িত।

দিনাজপুর জেলার এসপি শাহ ইফতেখার আহমেদ, পিপিএম (বার) জানান, প্রায় এক মাস আগে দেশ ও বিদেশের বেশ কয়েক জনের কাছ থেকে জানতে পাই যে, আমার ও আমাদের প্রবাসী কল্যাণ অফিসারসহ বেশ কয়েকজন অফিসারের ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে আইনী সহায়তা তথা জিডি, মামলার তদবীর, পুলিশ ক্লিলিয়ান্স, তদন্ত রিপোর্ট পক্ষে করে দেয়ার নামে প্রতারণা করা হচ্ছে।

এর প্রেক্ষিতে আমাদের সাইবার ক্রাইম ইউনিটকে বিষয়টি দেখার নির্দেশ দেই। তারা তদন্ত করে অভিযোগের সত্যতা পায় এবং দীর্ঘ এক মাস চেষ্টা করে এই অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করতে সক্ষম হয়। এরপর তাদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার রাতে চালানো অভিযানে নীলফামারীর সৈয়দপুর থেকে দুই যুবককে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক যুবকদ্বয়ের পক্ষে তদবির করতে ওই এলাকার দুই জন লোক এসেছে। আমি তাদেরকেও আটকের নির্দেশ দিয়েছি। এঘটনায় নিয়মিত মামলা করা হবে এবং রিমান্ডে নিয়ে এবিষয়ে আরও তথ্য উপাত্ত সংগ্রহ করে অন্য আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার (১৪ জুন) বেলা সাড়ে ১২ টায় সরেজমিনে গেলে আটক রুহুল আমিনের মা রুবি বেগম বলেন, আমার ছেলে কিছুই করেনি। এলাকায় কত ছেলে থাই ও ভিসা কারবার করে লাখ পতি কোটি পতি হয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন নিরব। আর যারা হাজার টাকাও কামাই করতে পারেনি তাদের আটক করছে। আসলে ষড়যন্ত্র করে এই দুই জনকে ধরিয়ে দিয়েছে চিহ্নিত সুবিধাভোগী দালাল চক্র। আর আলামিনের বড় ভাইয়ের স্ত্রী বলেন, আমরা এব্যাপারে কিছুই বলতে চাইনা।

এদিকে খাতামধুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার আনোয়ারুল ইসলাম মুঠোফোনে বলেন, আমি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুয়েল চৌধুরী দিনাজপুরে এসেছি। এসপি কে বুঝিয়ে নিরপরাধ ছেলে দুটাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করছি। তবে এলাকার অনেকে জানান, আটক দুই জনসহ গ্রামের প্রায় ২০-৩০ জন যুবক থাই ও ভিসা প্রতারণায় জড়িত। অনেকে কিশোর বয়সেই এই অবৈধ পন্থায় বিপুল পরিমাণ অর্থ ও সম্পদের মালিক বনে গেছে।

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net