1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চৌদ্দগ্রামে তিন ছাত্রলীগ নেতার পদত্যাগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে মিলল সভাপতির লাশ পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চৌদ্দগ্রামে তিন ছাত্রলীগ নেতার পদত্যাগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২২৩ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

চলমান কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের অন্তত তিনজন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসুবক’ এ স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এ সময় কোটার পক্ষে আন্দোলনকারী শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থনও জানিয়ে লেখালেখি করেন তারা।

পদত্যাগ করা ছাত্রলীগ নেতারা হলেন: উপজেলার কাশিনগর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সাব্বির, কালিকাপুর ইউনিয়নের ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবির চৌধুরী ও ৪নং শ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তাফসীর হাসান।

আবির চৌধুরী এবং শরীফুল ইসলাম সাব্বির বুধবার সকালে নিজেদের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের কথা উল্লেখ করেন।
অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাসে ছাত্রলীগ নেতা তাফসীর হাসান বলেন, অন্যায়কে অন্যায় বলার সাহস না থাকলে আপনি সমাজের আবর্জনা।

আরেক ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম সাব্বির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে লিখেন, এ পোস্ট সাময়িক নয়। এ পোস্ট কখনো ডিলিট হবে না। এ সময় তিনি আরও বলেন, ছাত্রলীগ গঠন করা হয়েছে ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ের জন্য, কিন্তু এ বিষয়ে আজ ছাত্রলীগের ভূমিকা কোথায়?

এ বিষয়ে কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদ বলেন, ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবির চৌধুরী গত ৫-৬মাস ধরে সাংগঠনিক কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত নেই। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগ পরবর্তী নির্দেশনা প্রদান করবে বলে জানান তিনি।

উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব বলেন, শরীফুল ইসলাম সাব্বির কাশিনগর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সেক্রেটারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পদত্যাগের একটি পোস্ট দেখেছি। এ বিষয়ে আর মন্তব্য করতে চাই না।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার হানিফ শুভ বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শ ও শিক্ষা, শান্তি, প্রগতির স্লোগানে বিশ্বাসী তারা কখনো ছাত্রলীগের রাজনীতি থেকে পদত্যাগ করতে পারে না। নিজেদের সুযোগ সুবিধার জন্য এবং লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে অনেকেই পদত্যাগ করছে। এটা বিএনপি-জামায়াতের নতুন ষড়যন্ত্র। কোটার বিরোধিতা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা যৌক্তিকভাবে, শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে দাবী আদায় করতে পারতো। কিন্তু তারা সে পথে না গিয়ে বিশৃঙ্খলার পথ বেছে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net