1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের উজিপুরে স্বপ্নডিঙ্গা পোল্ট্রি ভাংচুর, যন্ত্রপাতি সহ আড়াই কোটি টাকার মালামাল লুট - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে রাউজানে বিক্ষোভ মিছিল সেনবাগ উপজেলা প্রেস ক্লাব নির্বাচনঃ নিজাম উদ্দিন খোন্দকার সভাপতি ও আলা উদ্দিন আলো সাধারণ সম্পাদক চৌদ্দগ্রামে কোন বৈষম্য, অন্যায় ও জুলুম থাকবে না : ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সংস্কার বাস্তবায়ন হলে স্বপ্নের দেশ বাস্তবায়ন হবে- ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বলেন — সারজিস আলম , বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শ্রীপুর উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ-সেক্রেটারি মেছবাহ উদ্দিন  ঠাকুরগাঁওয়ে হরিপুরে তোররা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২১ শিক্ষক-কর্মচারীর মধ্যে ১৭ জনই প্রধান শিক্ষকের আত্মীয়! মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন দায় স্বীকার করে পরে পুলিশের কাছে আত্মসমর্পণ ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে সুপার সিক্স নাইট টুর্নামেন্ট । আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার পাচ্ছেন কফিল আহমেদ ও আফরোজা সোমা

চৌদ্দগ্রামের উজিপুরে স্বপ্নডিঙ্গা পোল্ট্রি ভাংচুর, যন্ত্রপাতি সহ আড়াই কোটি টাকার মালামাল লুট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২১ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে স্বপ্নডিঙ্গা পোল্ট্রি এন্ড হ্যাচারীতে ভাংচুর ও লুটপাট হয়েছে। দেশের পুলিশি কার্যক্রম ব্যাহত হওয়ায় ভুক্তভোগি কোনো প্রকার আইনী ব্যবস্থাও গ্রহণ করতে পারছেন না।

গত ০৫ আগস্ট (সোমবার) বিকালে ক্ষমতাসীন দলের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি স্থাপনা, ব্যক্তি মালিকানাধিন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীঘরে হামলা ও ভাংচুর চালায় দুর্বৃত্তরা। এরই ধারাবাহিকতায় বুধবার (০৭ আগস্ট) রাতে সন্ত্রাসী কায়দায় দুর্বৃত্তরা উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে অবস্থিত স্বপ্নডিঙ্গা পোল্ট্রি এন্ড হ্যাচারীতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এতে ওই প্রতিষ্ঠানের প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগি খামারি মো: আহসান হাবীব।

তিনি জানান, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে বিপুল পরিমাণ অর্থ লগ্নি করে আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে ২০১৪-১৫ সালে স্বপ্নডিঙ্গা পোল্ট্রি ও হ্যাচারীটি প্রতিষ্ঠা করে মুরগির বাচ্চা উৎপাদন শুরু করি। পাশাপাশি কয়েকটি শেড স্থাপন করে বিভিন্ন জাতের মুরগি লালন-পালন করি। মোটামুটি ভালোই চলছিলো ব্যবসা। নিত্য প্রয়োজনীয় বাজারে চাহিদা অনুযায়ী সাধ্যমত যোগান দিয়ে অর্থ আয়ের মাধ্যমে সফলতা অর্জনের পাশাপাশি দেশের কল্যাণে অবদান রাখছিলাম। এরমধ্যে আসলো করোনা (কোভিড-১৯) ভাইরাস। সরকার লকডাউন দেওয়ায় তখন যথাসময়ে বাচ্চা ডেলিভারি দিতে না পারায় প্রায় ৬-৭ লাখ বাচ্চা মুরগি মাটিতে দাফন করে ফেলতে হয়। একই সময় ৫ হাজার বড় মুরগিও মারা যায়। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতির সম্মুখীন হই। পরবর্তীতে খামারটি বন্ধ করে দিয়ে মানসিক প্রশান্তির লক্ষ্যে এবং জীবিকার তাগিদে ২০২১ সালের শেষের দিকে আমি সৌদিআরব চলে যাই। খামারটি যন্ত্রপাতি সহ এভাবেই ছিলো। একজন পাহারাদার এটির দেখাশোনা করতো। গত ০৭ আগস্ট-২০২৪ ইং তারিখে রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা উক্ত হ্যাচারিতে ঢুকে মেশিনপত্র ভাংচুর চালায়। এ সময় তারা ছোট-বড় প্রায় ৪০-৪৫টি মোটর যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়। যার অনুমান মূল্য প্রায় আড়াই কোটি টাকা। বিষয়টি জানার পর আমি মানসিকভাবে ভিষণ অসুস্থ হয়ে পড়ি। দেশের আইন-শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে শীঘ্রই দেশে এসে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম