1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের প্রথম 'ইনোভেটিভ গণিত ল্যাব' স্থাপিত হলো নাপোড়া স্কুলে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনাইমুড়ী উপজেলাবাসীর আলাদা সংসদীয় আসন ঘোষণা ও বিরতিহীন ট্রেনের দাবিতে জামায়াতের মানববন্ধন দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না- ড. মুহাম্মদ রেজাউল করিম পাটগ্রাম থানায় বিএনপি-পুলিশ সংঘর্ষ: চাঁদাবাজি, হামলা, বহিষ্কার ও গ্রেপ্তার—উত্তপ্ত লালমনিরহাট সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে: ডা. শফিকুর রহমান টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা এনটিভির শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ সুশীল ফোরামের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান – সভাপতি মোঃ জাহিদ পরিবারতন্ত্রের রাজনীতি দেশের মানুষ আর গ্রহন করবে না – ড. শফিকুল ইসলাম মাসুদ ‘দেশে আ. লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না’- ড. আসাদুজ্জামান রিপন শহীদ আবু সাঈদের ঋণ শোধ করা সম্ভব নয়- এটিএম আজহারুল ইসলাম ‘২৭০ কোটি টাকা আত্মসাৎ’ : সাইফুল আলম-পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দেশের প্রথম ‘ইনোভেটিভ গণিত ল্যাব’ স্থাপিত হলো নাপোড়া স্কুলে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ বার

মো: ইকবাল হোসেন,

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বাঁশখালী উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্থান পাওয়া নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ে দেশের প্রথম ‘ইনোভেটিভ ম্যাথ ল্যাব’ স্থাপনের মধ্য দিয়ে অত্র বিদ্যালয় সম্প্রতি এক নতুন মাত্রা যুক্ত করেছে ম্যাথমেটিক্যাল সাইন্স রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ (এম.আর.আই.বি) এর তত্ত্বাবধানে প্রথম ‘ইনোভেটিভ গণিত ল্যাব’।

শনিবার (৭  সেপ্টেম্বর) ল্যাব শুভ উদ্বোধন করেছেন প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন ইনোভেটিভ গণিত ল্যাবের অন্যতম ফাউন্ডার প্রেসিডেন্ট মো: রায়হানুল ইসলাম, সহ: প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সহ: শিক্ষক কাইছার উদ্দীনসহ স্কুলের শিক্ষার্থীরা।

এই ম্যাথ ল্যাবে ১ বর্গফুট আকারের ১৫০টি বোর্ডে গণিত বিষয়ে শিক্ষা সহায়ক ম্যাথ টুলস রয়েছে যে গুলোকে চারভাগে ভাগ করে উপস্থাপন করা হয়েছে। তা হলো- জ্যামিতির প্রাথমিক জ্ঞান এবং মিওজিয়াম অব জিওমেট্রি, গণিতের সৌন্দর্য, প্রকৃতিতে গণিত, গণিতবিদদের জীবনী।

এই ল্যাবে রয়েছে জ্যামিতির প্রাথমিক জ্ঞান এবং মিওজিয়াম অব জিওমেট্রিতে স্থান পেয়েছে, বাহুভেদে ও কোণভেদে ত্রিভুজ: সমকোণী, স্থলকোণী, সূক্ষকোণী, সমবাহু, সমদ্বিবাহু ও বিষমবাহু ত্রিভূজ স্বচিত্র ও সূত্র সহ। তৎপরবর্তীতে, চতুর্ভুজ ক্ষেত্র: বর্গ, আয়ত, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম ক্ষেত্র সমুহ চিত্র ও সূত্র সহ সন্নিবেশন করা হয়েছে।

উল্লেখ্য, এম.আর.আই.বি ২০২০ সালের ২৪ জুন প্রতিষ্ঠার পরই চট্টগ্রামে ম্যাথ এক্সিভিশন-২০২০, এবং ম্যাথ এক্সিভিশন-২০২২ ঢাকায় আয়োজন করে। ঢাকায় আগামী অক্টোবর মাসের  ১৮ ও ১৯ তারিখ ২দিন ব্যাপী ‘ম্যাথ এক্সিভিশন-২৪’ আয়োজন করতে যাচ্ছে।

ফাউন্ডার প্রেসিডেন্ট মো: রায়হানুল ইসলাম বলেন, উপযুক্ত সুযোগ সুবিধা পেলে ম্যাথ রিসার্চ উপযোগী নিজস্ব অবকাঠামো নির্মাণ করে ম্যাথ রিসার্চ-কে আন্তর্জাতিক মানে উন্নিত করতে আগ্রহী। এ ছাড়া ও প্রত্যেক জেলায়/উপজেলায় উন্মুক্ত পরিবেশে স্বতন্ত্র ‘ম্যাথ পার্ক’ (গণিতের বাস্তব উপকরণ সমৃদ্ধ, পীথাগোরাসের সূত্র ও বিভিন্ন সূত্রের বাস্তব প্রমাণ) নির্মাণ করে ভবিষ্যৎ প্রজন্মকে গণিত মনস্ক করে গড়ে তোলাই এম.আর.আই.বি এর অন্যতম লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net