1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ম্যানোলা হিল সম্পর্কে বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানের দক্ষিণ হিংগলায় মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত রাউজান ইউএনও ছাত্র-জনতা আন্দোলনে আ. লীগের পক্ষে কাজ করেছে ঃ প্রাক্তন ছাত্র পরিষদ শ্রীপুরে লেপতোশক-ভাঙারির দোকানে আগুন!দোকান পুড়ে ছাই বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ৯ জন  নিহত ঘটনায়  নবীগঞ্জের সাইফুল-আলমগীরকে  আসামী হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন প্রতি মাসেই সিসির পরিদর্শন অব্যাহত থাকবে- মাসিক সমন্বয় সভায় স্বাস্থ্য কর্মকর্তা ঠাকুরগাঁওয়ে সীমান্তে সন্দেহভাজন ভারতীয় নাগরিক আটক মানুষের তৈরি মতবাদে প্রকৃত স্বাধীনতা অর্জিত হতে পারে না : অধ্যাপক মুজিবুর রহমান ঠাকুরগাঁওয়ে সময়ের পূর্বেই স্কুল ছুটি ৫ শিক্ষককে কারন দর্শানো নোটিশ ! ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পানিতে ডুবে ( ৭)শিশুর মৃত্যু ! বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, ঢাকা জেলার নতুন কমিটি গঠন: সভাপতি হারুন ও সেক্রেটারি আমিনুল

ম্যানোলা হিল সম্পর্কে বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৫ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের ম্যানোলা হিল বিষয়ে বিভ্রান্তি দূর করতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রোববার দুপুরে চট্টগ্রামের জামাল খান এলাকার দাওয়াত রেষ্টুরেন্টে এই সংবাদ অনুষ্ঠিত হয়। সম্প্রতি ১৪ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত বিভ্রান্তিকর সংবাদ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফরহাদ, অ্যাডভোকেট মো. ফজলুল বারী এবং আরব প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াছ।

মো. নুরুল ইসলাম তার লিখিত বক্তব্যে অভিযোগ করেন যে, ১৪ নভেম্বরের সংবাদে ম্যানোলা হিল/এসিআই হিল নিয়ে ভুল ও মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে।সংবাদটিতে বলা হয় যে, এসিআই হিল বা ম্যানোলা হিল একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবাধীন এবং সম্পত্তি দখল নিয়ে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছে। তিনি জানান, তার প্রতিষ্ঠান “স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেড” এই সম্পত্তির বৈধ মালিক এবং তারা সঠিক প্রক্রিয়ায় সম্পত্তি ক্রয় করেছেন।

তিনি আরো বলেন, সংবাদে একটি নির্দিষ্ট গোষ্ঠীর নামে মিথ্যা অভিযোগ করা হয়, যা উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। সংবাদের আগে তার প্রতিষ্ঠান বা অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য নেওয়া হয়নি, যা সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করেছে। তিনি উল্লেখ করেন, সংবাদটিতে তুলে ধরা তথ্যগুলো একপাক্ষিক এবং এতে প্রতিষ্ঠানটি বিভ্রান্তির শিকার হয়েছে।

সম্পত্তির প্রকৃত ইতিহাস সম্পর্কে মো. নুরুল ইসলাম জানান, এসিআই হিল সম্পত্তিটি আগে পাকিস্তানি প্রতিষ্ঠান আইসিআই-এর অধীনে ছিল, যা স্বাধীনতার পর আইসিআই লিমিটেড বাংলাদেশ নামে পরিচিতি পায়। পরবর্তীতে এর নামকরণ হয় এসিআই ট্রেডিং লিমিটেড। ২০১১ সালে স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেড ৩০ কোটি টাকায় এই সম্পত্তি ক্রয় করে এবং বৈধভাবে তাদের দখল ও মালিকানা স্থাপন করে। তিনি বলেন, সম্পত্তির সঙ্গে সংযুক্ত দোকানগুলোর ভাড়া এবং অন্যান্য দায়িত্বগুলো তাদের প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনা করে আসছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত কয়েক বছরে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা এসিআই হিল দখল করার চেষ্টা করেছে। মো. নুরুল ইসলাম উল্লেখ করেন, সৈয়দ জিয়াদ রহমান এবং তার সহযোগীরা সম্পত্তি দখল করতে একাধিকবার হুমকি ও চাঁদা দাবি করেছেন। তাদের সহিংস কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটির বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় তারা বেশ কয়েকবার সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পান।

তিনি বলেন, ৫ আগস্ট ২০২৪ তারিখে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসিআই হিলে হামলা চালায় এবং বিপুল ক্ষয়ক্ষতি করে। পরবর্তীতে স্থানটি রক্ষার জন্য ২৪ জন সশস্ত্র আনসার নিয়োগ করা হয়, যা এখনও বৈধভাবে প্রতিষ্ঠানের দখলে রয়েছে।

নুরুল ইসলাম গণমাধ্যমের কাছে সঠিক তথ্য প্রচারের আহ্বান জানান এবং স্থানীয় প্রশাসনের কাছে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি বলেন, এসিআই হিলের প্রকৃত মালিকানা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে, যা প্রতিষ্ঠানের সম্মানহানিকর এবং বৈধ মালিকানার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে।

সংবাদ সম্মেলনে বক্তব্যে তিনি স্থানীয় দোকানদারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা চান এবং বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম