1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে পূর্ব শত্রুতার জেরে ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না’ দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা সোনাইমুড়ী উপজেলাবাসীর আলাদা সংসদীয় আসন ঘোষণা ও বিরতিহীন ট্রেনের দাবিতে জামায়াতের মানববন্ধন দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না- ড. মুহাম্মদ রেজাউল করিম পাটগ্রাম থানায় বিএনপি-পুলিশ সংঘর্ষ: চাঁদাবাজি, হামলা, বহিষ্কার ও গ্রেপ্তার—উত্তপ্ত লালমনিরহাট সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে: ডা. শফিকুর রহমান টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা এনটিভির শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ সুশীল ফোরামের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান – সভাপতি মোঃ জাহিদ পরিবারতন্ত্রের রাজনীতি দেশের মানুষ আর গ্রহন করবে না – ড. শফিকুল ইসলাম মাসুদ

তিতাসে পূর্ব শত্রুতার জেরে ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দাউদকান্দির জুরানপুর শাখা কৃষি ব্যাংকের সহকারী কর্মকর্তা মো. মনির হোসেন (৩৮) কে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলাউদ্দিন ও তার ভাই রিপন, লিটন গংরা। আহত মনিরের স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করেছেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে উপজেলার সাতানী ইউনিয়নের বারকাউনিয়া ব্রিজের উপর। আহত ব্যাংক কর্মকর্তা মো. মনির হোসেন বারকাউনিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।

এঘটনায় মনির হোসেনের বড় ভাবি ফারিয়া আক্তার শ্যামলী বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে আরও ৪/৫ অজ্ঞাত করে তিতাস থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মনির হোসেন ও আলাউদ্দিন গংদের সাথে পূর্ব হতেই মামলা মোকদ্দমার বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে মনির হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে।

মামলার বাদী ফারিয়া আক্তার শ্যামলী বলেন, আমার দেবর মনির হোসেন শনিবার সন্ধ্যায় বাতাকান্দি বাজার থেকে বাড়ি আসার পথে বারকাউনিয়া ব্রিজের উপর পথ রোধ করে সন্ত্রাসী আলাউদ্দিন, রিপন ও লিটনগংরা হত্যার উদ্দেশ্যে হামলা করে আমার দেবরের হাত-পা ভেঙ্গে দিয়েছে। আমি থানায় মামলা করেছি। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এবিষয়ে অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলাউদ্দিন কাছে জানতে চাইলে তিনি বলেন, ৫ আগস্টের পর আমার বড় ভাই লিটন মিয়াকে হত্যার উদ্দেশ্যে মনির গংরা মারধর করে গুরতর আহত করে। ওই ঘটনায় আমরা মামলা করেছি। ওই মামলা তুলে নেওয়ার জন্য মনির গংরা আমাদের বাড়িতে হামলা করে। এসময় উভয়ের মধ্যে মারামারি হয় এবং আমাদেরও মোহাম্মদ আলী নামে একজন আহত হয়েছে। বর্তমানে সে এখন ঢাকায় চিকিৎসাধিন আছে।

তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, বারকাউনিয়ায় মারামারির ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য তদন্ত কর্মকর্তা কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net