1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গুজব ও অপতথ্যরোধে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ব্রাক স্বাস্থ্যসেবিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুঠিয়া থানা পুলিশ ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রমোশন পরিক্ষা অনুষ্ঠিত সংস্কার ও নির্বাচন দুটিই হউক –নির্বাচনটা ঠিক কখন হবে রোডম্যাপ দিলেই দেশের মানুষ কেবল আশ্বস্ত হবে ……………ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার আন্তর্জাতিক শ্রমিক দিবস : ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসামে মাদ্রাসা ছাত্রী সামিয়াকে হত‍্যা করা হয়েছে: সংবাদ সম্মেলনে দাবী পরিবারের শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে বসতভিটা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট ইউনিটের বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা ক্যাম্পের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

গার্ল-ইন রোভারমেট শারমিন মেঘলা ও গার্ল-ইন রোভার রুবাইয়াত তাজবিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ইউনিট লিডার এবং লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জিয়া উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় গার্ল-ইন ইউনিট লিডার ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, কুমিল্লা রোভারের সহ-সভাপতি মাশুক আলতাফ চৌধুরী, কুমিল্লা জেলা রোভার সম্পাদক মাইনুদ্দীন খন্দকার, ডিআরএসএল রিমনসহ বিভিন্ন গ্রুপের গ্রুপ সম্পাদকেরা।

এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় গার্ল-ইন ইউনিট লিডার ড. জান্নাতুল ফেরদৌস বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট বাহিরের বিভিন্ন কাজে যুক্ত থাকে। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে রোভারদের নিরাপত্তার বিষয়টা দেখার অনুরোধ করবো৷

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ইউনিট লিডার জিয়া উদ্দিন বলেন, রোভার স্কাউট হলো একটি আন্দোলন। সে আন্দোলন হলো সমাজ পরিবর্তনের আন্দোলন, সে আন্দোলন হচ্ছে আমার যে প্রতিষ্ঠান আছে সেটি পরিবর্তনের আন্দোলন। আমাদের দেশ পরিবর্তনের আন্দোলন। এবং সে পরিবর্তনটা হতে হবে অবশ্যই গঠনমূলক পরিবর্তন। এই গঠনমূলক পরিবর্তনের মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। এবং প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে। এবং রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য আছে সেগুলো পালন করবে।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, দেশের বিভিন্ন ক্রান্তিকালে আমরা রোভার স্কাউটের যোগ্য নেতৃত্বকে অনুধাবন করেছি। বিশেষ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটকে বিভিন্ন দিবস, ভর্তি পরীক্ষাসহ নানা কার্যক্রমে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা দেখেছি। নিজেদের কাঙ্ক্ষিতমান আপনারা ধরে রেখেছেন। আমি এখানে এসে বুঝতে পেরেছি মহান আল্লাহর উপর বিশ্বাস রেখে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানবসেবায় নিয়োজিত রাখার জন্য দক্ষতা অর্জন করা, জ্ঞান অর্জন করা, প্রজ্ঞা অর্জন করার মাধ্যমে আত্মগঠনে নিজেকে আরও পরিশীলিত করার জন্য একটি স্ট্রাকচার্ড মাধ্যম হলো রোভার স্কাউট। আপনারা এর মাধ্যমে আত্মগঠনের পাশাপাশি জাতির প্রয়োজনে নিজেকে নিয়োজিত করারও একটি শপথ গ্রহণ করেন।

এসময় তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট হাঁটি হাঁটি পা পা করে আজ দশ বছরে পদার্পণ করার মাধ্যমে অনেক বেশি উজ্জীবিত। এর মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে, ক্যাম্পাসের অপসংস্কৃতি, অপরাজনীতি দূর করার জন্য রোভার স্কাউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net