1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে তাকমীলে হাদিস সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা চকরিয়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৪৭জন কর্মকর্তা-কর্মচারীর “অবসর সংবর্ধনা” তারুণ্যের উৎসব’ উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ-ব্যারিস্টার সজিব হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় খেলাফত মজলিসের কমিটি গঠন মাগুরার বিশাল কর্মী সমাবেশে জামায়াতের আমীর- সমর্থন দিন, স্বপ্নের মানবিক দেশ গড়বো ইনশাল্লাহ হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ঠাকুরগাঁওয়ে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস ।

চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট করার অভিযোগ উঠেছে মো: জামাল (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত উপজেলার শুভপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে। অভিযুক্ত জামাল হোসেন একই গ্রামের হাফেজ মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকাবাসী একাধিকবার সামাজিক মীমাংশার চেষ্টা করলেও অভিযুক্ত ব্যক্তির অসহযোগিতায় সেটি সম্ভব হয়নি।

এ বিষয়ে ভুক্তভোগি শুভপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আব্দুল বারিক জানান, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মেষতলী মৌজাধিন আরএস ৪১নং, বিএস ২২৯নং খতিয়ান এর ২৩৭ দাগ হালে ১০৬ দাগে নাল সম্পত্তির ২০ শতক অন্দরে ১০.৭০ শতক ভূমি নিয়ে দীর্ঘদিন যাবৎ খতিয়ান সংশোধন সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বিষয়টি নিয়ে ভুক্তভোগি আব্দুল বারেক কর্তৃক আদালতে একটি পিআর মামলা (নং-৮৫৮, তাং-২৩/১০/২০২৪ খ্রি:)) চলমান রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিকভাবেও একাধিকবার বসে সমাধানের চেষ্টা করা হয়েছে। বিবাদীরা প্রভাবশালী হওয়ার সামাজিক গণ্যমান্য লোকজনের সিদ্ধান্তকেও তারা বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করায় ভুক্তভোগি পুণরায় আদালতে একটি ১৪৫ ধারায় মামলা (নং-৩৯/২৪) দায়ের করেন। গত ২৩ অক্টোবর আদালত কর্তৃক ১৪৫ ধারা জারিমূলে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক অনুপ চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আদালতের রায় অনুযায়ী উভয়পক্ষকে বিবাদমান স্থানে যেতে ও ভোগদখলে যেতে নিষেধাজ্ঞা আরোপ করে। এর কয়েকদিন পরই বিবাদী জামাল গং আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সে স্থানে জোরপূর্বক মাটি ভরাট করে। এতে ভুক্তভোগিরা বাধা দিলে অভিযুক্তরা তাদেরকে বিভিন্ন প্রকার হুমকি-ধমকি প্রদান করে এবং মারধর করতে উদ্ধত হয়। এ ঘটনায় বর্তমানে ভুক্তভোগিরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় তিনি থানা প্রশাসন সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টির তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

এ বিষয়ে অভিযুক্ত মো: জামাল জানান, আমি আব্দুল বারিকের বোন বানেছা বিবির নিকট থেকে ২শতক ২০ সেন্ট জায়গা খরিদ করে মালিকানা ও দখল স্বত্ত¡ বিদ্যামান থাকিয়া মাটি ভরাট সম্পন্ন করি। উক্ত জায়গার খারিজ খতিয়ান সম্পন্ন হয়েছে। বিষয়টি নিয়ে আব্দুল বারিক আদালতে মামলা দায়ের করে আমাকে হয়রানি করে আসছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান বলেন, এ বিষয়ে উভয়পক্ষের মধ্যে আদালতে মামলা চলমান। আদালতের নির্দেশ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম