1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে জোরপূর্বক অন্যের ফসলী জমির মাটি লুটের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতি ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: জামায়াত আমির আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল : তারেক রহমান আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না’ দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা সোনাইমুড়ী উপজেলাবাসীর আলাদা সংসদীয় আসন ঘোষণা ও বিরতিহীন ট্রেনের দাবিতে জামায়াতের মানববন্ধন দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না- ড. মুহাম্মদ রেজাউল করিম পাটগ্রাম থানায় বিএনপি-পুলিশ সংঘর্ষ: চাঁদাবাজি, হামলা, বহিষ্কার ও গ্রেপ্তার—উত্তপ্ত লালমনিরহাট সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে: ডা. শফিকুর রহমান

চৌদ্দগ্রামে জোরপূর্বক অন্যের ফসলী জমির মাটি লুটের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৯২ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রকাশ্য দিবালোকে মো: অলী আহমেদ মজুমদার নামে এক ব্যবসায়ীর মালিকানাধিন ফসলী জমির মাটি লুটের অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় প্রভাবশালীর বিরুদ্ধে। লুটকৃত এ মাটি যাচ্ছে আশেপাশের কয়েকটি ব্রিকস ফিল্ডে। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগি ওই ব্যবসায়ী চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করে প্রতিকার চেয়েছেন।

ভুক্তভোগি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের আলী আহমেদ ভূঁইয়া খোকন ও নেজাম উদ্দীন ভূঁইয়ার নেতৃত্বে ছাতিয়ানী মৌজার ৭১৭নং খতিয়ানের ১৪৪৬নং দাগের ব্যবসায়ী অলী আহমেদ মজুমদারের খরিদা সূত্রে মালিকানাধিন ২৮ শতক ফসলী জমির মাটি কেটে ট্র্যাক্টরে ভরে আশেপাশের বিভিন্ন ইটভাটায় সরবরাহ করতে থাকেন। পরে স্থানীয়দের মাধ্যমে ভুক্তভোগি ব্যবসায়ী অলি আহমেদ মজুমদার বিষয়টি জানতে পেরে স্থানীয় তহসিলদারের স্মরনাপন্ন হন এবং বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমাকে মৌখিকভাবে অবহিত করেন। এছাড়াও তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশি সহযোগিতা চাইলে পুলিশ তাকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলেন।

ভুক্তভোগি অলী আহমেদ মজুমদার সাংবাদিকদের জানান, আমার নিজগ্রামের মৃত গোলাপ হোসেন ভ‚ঁইয়ার ওয়ারিশদের নিকট থেকে ২৮ শতক জায়গা খরিদ করে মালিকানা ও দখল স্বত্ত¡বান হই। সোমবার সকালে একটি প্রভাবশালী মহল প্রকাশ্য দিবালোকে আমার ওই ফসলী জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে স্থানীয় একতা বাজারস্থ একটি ব্রিকস ফিল্ডে নিয়ে যাচ্ছে। আমি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে তাদের এ কাজে বাধা প্রদান করি এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করে সহযোগিতা চাই। এরপর তারা আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।

এ ব্যাপারে অভিযুক্ত আলী আহমেদ ভূঁইয়া খোকনের বক্তব্য নিতে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি কলটি না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, অলী আহমেদ মজুমদার নামে একজন ব্যবসায়ী তার ফসলী জমির মাটি জোরপূর্বক কেটে নেওয়ার বিষয়ে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মৌখিক অভিযোগ দিয়েছেন। বিষয়টি ইতিমধ্যে ইউনিয়ন মাটি কাটা প্রতিরোধ কমিটিকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে মুন্সীরহাট ইউনিয়ন তহসিলদারকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net