1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার ঠাকুরগাঁওয়ে পাউবোর সাম্প্রতিক অনুসন্ধানে নদীগুলোর অস্তিত্বের খোঁজ মেলে ধর্মপাশায় ইউএনওর প্রচেষ্টায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দুইজন কিশোরী চৌদ্দগ্রামে আতিক হত্যা মামলার অন্যতম আসামী জয়নাল আবেদীন র‌্যাবের হাতে আটক মাগুরায় তুলাচাষীদের নিয়ে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ‘দ্যা রিমান্ড’ সেন্সরে আঁটকে থাকা দুঃখজনক’ যুবদল নেতা ইসরাৎ এর সুস্থতার জন্য জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের দোয়া কামনা রাজধানীর পল্লবীতে বিদেশী পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী* উত্তর ফুলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ এর পুনঃ নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন চৌদ্দগ্রামে স্বর্ণ দোকানে চাঞ্চলকর ডাকাতি, অন্যতম আসামী আব্দুল হাকিম র‌্যাবের হাতে আটক

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২২ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান বাবুল এর বিরুদ্ধে চাঁদাবাজি সহ জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে ভুক্তভোগী দৌলতুন নেছা ওই স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন রানীশংকৈল থানায়। এছাড়াও তার ভাই মশিউর ও স্থানীয় বিজয় সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ করা হয়।
অভিযুক্ত মনিরুজ্জামান বাবুল রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা। অভিযোগে বলা হয়, বেশ কিছুদিন ধরেই ঐ স্বেচ্ছাসেবকলীগ নেতা ভুক্তভোগী দৌলতুন নেছার জমি দখল করার চেষ্টা করে আসতেছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে দফায় দফায় বসা হলেও কোন সমাধান না পাননি ভুক্তভোগী দৌলতুন নেছা। পরবর্তীতে নিজের জমিতে বাউন্ডারি ওয়াল গড়ে তোলেন তিনি। এ সময় গত ২৭ জানুয়ারি রাতে ভুক্তভোগীর করা বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে দেয় ঐ স্বেচ্ছাসেবকলীগ নেতা। এসময় তাকে বাধা দিতে গেলে ভুক্তভোগীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন ঐ স্বেচ্ছাসেবকলীগ নেতা। সেই সাথে মিথ্যা মামলা ও হত্যার হুমকিও দেন। এদিকে ভুক্তভোগীর জানান, দীর্ঘদিন ধরেই এই বাবুল আমাকে হুমকি দিয়ে আসতেছে। আমার জমি দখল করে আমাকে হত্যা করে দিবে এমন হুমকি দিতেছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো দেখে তখনো তাকে কিছু বলা যায়নি।
এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই তারপরও তার ক্ষমতা যায় না। আমি আমার জমি বিক্রি করতে গেলে সে বিভিন্ন ভাবে আমাকে হুমকি দেয়। আমার জমিটি বায়নামা করেছি সেই লোককেও সে মারপিট করছে। তার কথা তাকে ৩ লাখ টাকা না দিলে সে আমাকে আমার জমিতে থাকতে দিবে না। আমি বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেছি। আমি আইনে বিশ্বাসী যে তারা আমার পাশে থাকবে। এদিকে অভিযোগের বিষয়ে ঐ সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হক বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম