মোঃ সাইফুল্লাহ ;
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার সকালে স্থানীয় আল আমিন কমপ্লেক্সে ইউনিয়ন সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্য ক্ষ মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক আশরাফ হুসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, জেলা অমুসলিম শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাস, ইসলামী ছাত্র শিবিরের মাগুরা জেলা সভাপতি মোঃ আশিকুর রহমান খান।
সম্মেলনে জেলার ৩৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি/ আমীর – সেক্রেটারী সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৮/০১/২০২৫ইং