1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাগ্য গুণে সালাহউদ্দিন আহমদের মতো নেতা আমরা পেয়েছি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে মিলল সভাপতির লাশ

ভাগ্য গুণে সালাহউদ্দিন আহমদের মতো নেতা আমরা পেয়েছি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১০৩ বার

মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজারঃ

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, শূণ্যতা থেকে নেতৃত্বের সৃষ্টি হয়। শূণ্যতা কারও জন্য অপেক্ষা করে না। সেই স্থান কেউ না কেউ দখল নেবে। তেমনি ভাবে শূণ্যতা থেকে সুদৃঢ় নেতৃত্ব তৈরি করে বিএনপিকে আরও মজবুত করতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদের কারণে অনেক কিছু তছনছ হলেও বিএনপির কোন ক্ষতিই করতে পারেনি। এখন ঐক্যবদ্ধ ভাবে মিলেমিশে বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে।

তিনি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান বলেন, কলাগাছ আন্দোলন থেকে যেভাবে ‘ধানের শীষ’ প্রতীকের মনোনয়ন এসেছিল, এখন সেভাবেই ‘ধানের শীষ’কে উঠিয়ে আনতে হবে। আগামির বাংলাদেশ তৈরির জন্য সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন নিয়ে এখনই পরিকল্পনা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, কক্সবাজারবাসি অনেক ভাগ্য গুণে সালাহউদ্দিন আহমদের মতো একজন নেতা পেয়েছেন। তিনি এখন পুরো বাংলাদেশের নেতা। তার মতো মেধাবি ও প্রজ্ঞাবান নেতা বাংলাদেশে তেমন দেখা যায় না।

মোহাম্মদ সহিদুজ্জামান মনে করেন, সালাহউদ্দিন আহমদের দর্শন ও প্রজ্ঞাকে আগামি বাংলাদেশ গঠনে কাজে লাগাতে হবে।

তিনি বিএনপির ভবিষ্যত নেতৃত্বের প্রয়োজনেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও মন্তব্য করেছেন।

কক্সবাজার শহরের অনতিদূরের উপজেলা রামুর বাইপাস মোড়ের একটি রেষ্টুরেন্টে আয়োজিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুল আলম। ডা. মোহাম্মদুল হক জনির সঞ্চালনায় অনুষ্ঠিত এই সেমিনারে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, কক্সবাজার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস্তেফাজুর রহমান, রাজারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ সিকদার, জেলা বিএনপির সদস্য শওকত আলম, ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক, পিএমখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ, এডভোকেট এস্তাফিজুর রহমান, অধ্যাপক নাছির উদ্দিন, সুলতান আহমেদ, মোহাম্মদ জাকারিয়া, জেলা বিএনপির সদস্য জানে আলম, সাবেক ছাত্রদল নেতা সেলিম উল্লাহ সেলিম, খুরুস্কুলের ডা. বাবুল আহমেদ, মো. শাহজাহান, কাউয়ারখোপ বিএনপির মোকতার আহমেদ, হারুনুর রশিদ, পরিবহণ নেতা জামাল উদ্দিন, কক্সবাজার পৌর বিএনপির জাফর আলম হেলালী, ছাত্রদল নেতা রোকনুজ্জামান প্রমূখ।

কক্সবাজার-০৩ সংসদীয় আসনের কক্সবাজার, রামু ও ঈদগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল।

সেমিনারে বক্তাগণ বলেন, সদর আসনের তিন উপজেলা ও পৌরসভায় বিএনপির যে কমিটি গঠিত হচ্ছে তাতে চরম বৈষম্য রয়েছে। এগুলো ‘বৈষম্য কমিটি’।

তাদের মতে, এই আসনে বিএনপি দলটি এখন মাফিয়া ডনের হাতে চলে গেছে। এখানে বিএনপির কমিটি হচ্ছে না, বাছাই লীগ হচ্ছে!

বক্তাগণ বলেন, কক্সবাজার বিএনপিতে শিক্ষিত মানুষদের রাখা হচ্ছে না। তারা মনে করছে শিক্ষিত লোকজন এলে তাদের নেতৃত্বে টান পড়বে।

প্রসঙ্গত, কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বাছাই করা শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net