1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত জনগণের শক্তিকে কাজে লাগিয়ে যে কোন ফ্যাসিবাদ মোকাবিলা করবে বিএনপি” – মামুনুর রশীদ মামুন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের মাঠে কাজ করার আহবান: ওয়াদুদ ভুঁইয়ার ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে- আখতার হোসেন হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে শোকজ নির্বাচনের ঘোষণা ইতিবাচক, জুলাই সনদ অপূর্ণাঙ্গ: ডা. তাহের শ্রীপুর উপজেলা পরিষদে ‘তিন ডনের’ দাপট: ঘুষ-তদবিরে অতিষ্ঠ সাধারণ মানুষ ঘোষণাপত্রে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্ভুক্ত না করলে বর্জনের ঘোষণা গণঅধিকার পরিষদের ঐতিহাসিক জুলাই ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে : মির্জা ফখরুল ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করতে ইসিকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা

শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯জানুয়ারী)বেলা ৩টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল আলম ও কৃষিবিদ আফরোজাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

অতিথির বক্তব্যে ইএনও ব্যারিষ্টার সজিব আহমেদ বলেন, একটি সুষ্ঠুভাবে আয়োজিত কৃষি মেলায় সাম্প্রতিক সময়ে আধুনিক সকল কৃষি প্রযুক্তি উপস্থাপন করা হয়। মেলায় নতুন জাত, মাটির ধরণ, রোগের নমুনা, সারের নমুনাসহ তার কাজ এসব বিষয়ে উপস্থাপন করা হয়। কৃষি মেলায় কৃষক সরাসরি সেবা গ্রহণসহ কৃষি বিভাগের সেবা গ্রহণ পদ্ধতি সম্পর্কে জানতে পারে।

অর্থাৎ কৃষি মেলা নতুন কৃষি প্রযুক্তি সম্প্রসারণে এবং কৃষি বিভাগের সেবা প্রদান পদ্ধতি অবগত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সর্বোপরি, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশবান্ধব স্থায়ীত্বশীল কৃষি উন্নয়নে কৃষি মেলা কৃষিকে একটি উন্নত ও সমৃদ্ধ শিল্পে রূপান্তরিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। তাই কৃষি মেলা নিয়মিত চালু থাকলে এদেশের কৃষি ও কৃষকের যেমন কল্যাণ সাধিত হবে; তেমনিভাবে আমাদের আগামী প্রজন্মের সাথে আমাদের শেকড় কৃষির সেতুবন্ধন তৈরী হবে।

তিনি বলেন,গ্রামীণ অর্থনীতিকে উদ্দীপ্ত করতে কৃষি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষি মেলা কৃষক ও ভোক্তাদের মধ্যে বাজারের যোগসূত্র স্থাপন করে, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যসমূহ সরাসরি ভোক্তাদের কাছে প্রদর্শন ও বিক্রি করার সুযোগ পায়। এটি শুধুমাত্র কৃষকদেরকে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেতে সাহায্য করে না বরং মধ্যস্বত্ত্বাভোগীদের উপর নির্ভরশীলতা কমিয়ে লাভের একটি বড় অংশ নিজেদের কাছে রাখতে পথ দেখায়।

তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ৪০টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net