1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টাঙ্গাইলে বৃদ্ধাকে হত্যা চেষ্টা:ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তিতাসে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এপিএস মতিন খানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মাগুরায় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন উপাদানে তৈরি হতো স্বনামধন্য! বরফির খাবার! মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত তিতাসে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এপিএস মতিন খানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে  সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ঠাকুরগাঁওয়ে‘অভাবের’ তাড়নায় ভুট্টা খেতের মধ্যে নবজাতককে ফেলে যান মা রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল সম্পন্ন শেরপুর জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার অনুষ্ঠিত রাউজানে জমে উঠেছে ঈদের কেনাকাটা   বাড়তি দাম সব জিনিসের 

টাঙ্গাইলে বৃদ্ধাকে হত্যা চেষ্টা:ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৬ বার

নিজস্ব প্রতিবেদক :-

টাঙ্গাইলের ধনবাড়ি এলাকায় জমির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ১ বৃদ্ধাকে হত্যার চেষ্টা ও বাড়ি দখলের করেন মহিলা মাস্তান খ্যাত

ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছাঃ ফজিলা বেগমের নেতৃত্বে একদল সন্ত্রাসী।

বঠি,দা, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে হাফিজা পরিবারের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় আহত হন হাফিজা বেগম ছেলে শাকিল স্বামী শাজাহান, হাফিজা বেগমের মাথায় পরে ২৬ টি সেলাই যেটা যে কেউ দেখলে শিউরে উঠবে।

২৬ সেপ্টেম্বর ২০২৪ সনে হামলা হলেও এখনো সঠিক বিচার পাচ্ছে না পরিবারটি।
টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দরিচন্দ্রবাড়ী গ্রামের হামলার শিকার বৃদ্ধা হাফিজা বেগম জানান, আমরা এভাবে মার খেয়েও আইনি প্রতিকার পাচ্ছি না। আমি এখনো সুস্থ হতে পারিনি আদৌ সুস্থ হতে পারবো কিনা জানিনা।

আমি এখনো ঢাকাতে চিকিৎসাধীন রয়েছি ফজিলা মেম্বার বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে তার নজর পরেছে আমার এক খন্ড জমির উপর, প্রাণ ভয়ে এলাকায় যেতে পারছিনা। প্রশাসন সহ কারো কাছে কোন রকমের সহযোগিতাও পাচ্ছিনা বলেও জানান তিনি।

ঘটনার পরে আমরা থানায় মামলা করার অনেক চেষ্টা করেছি পুলিশ মামলা নেয়নি।নানা অজুহাতে আমাদের ঘুরিয়েছে।শেষ পর্যন্ত উপায় না পেয়ে আদালতে মামলা করেছি। পুলিশ প্রতিবেদনের পরে পালাতোক আসামিরা যামিনে বের হয়ে এসে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে।

হাফিজার আহত ছেলে শাকিল আহমেদ জানান, রহিজ উদ্দিনের ছেলে মোঃ রুবেল (২৮),মৃত আব্দুল হামিদের ছেলে মোঃ রহিজ উদ্দিন (৫৫),হবিবুর রহমানের ছেলে শাহীন (৩৫), রহিজ উদ্দিনের স্ত্রী ফজিলা বেগম (৪০), রুবেলের স্ত্রী পিয়াসা (২২), কে আসামি করে গত ১ অক্টোবর টাঙ্গাইলের আদালতে মামলা করেছি। জামিনে মহিলা মেম্বার সহ আসামিরা বের হয়ে এসে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং এলাকায় গেলে গায়েব করে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছে তাই আমরা প্রাণের ভয়ে এলাকায় যেতে পারছিনা।

তারা আমার মায়ের গলায় থাকা দেড় ভরি ওজনের বিদেশী স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। আমাদের বসত বাড়ীর বেড়া ভাংচুর করেছে। এতে করে আরও প্রায় লাক্ষাধিক টাকার ক্ষতি করেছে তারা।

এলাকাবাসী অনেকের সাথে কথা বলে জানা যায় ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছাঃ ফজিলা বেগম একজন মহিলা মাস্তান নামে পরিচিত আওয়ামী লীগের রাজনীতি করে মহিলা মেম্বার নির্বাচিত হয়ে করেছেন কারি কারি টাকা এলাকায় সৃষ্টি করেছেন ত্রাস।

বিভিন্ন মানুষের জমি দখল বাড়ি দখল সহ সরকারি বাড়ি দেওয়ার নামে প্রায় ২০ টি পরিবারের কাছ থেকে নিয়েছেন হাজার হাজার টাকা। বাড়ি না পেয়ে টাকা চাইতে গিয়েও হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন।

এসব অভিযোগের বিষয়ে তার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মেম্বার ফজিলা খাতুনের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে মহিলা মেম্বার ফজিলা খাতুনের বিচারের দাবি করেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম