1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ ফাজিল মাদ্রাসায় পিঠাপুলি উৎসব - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ ফাজিল মাদ্রাসায় পিঠাপুলি উৎসব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬১ বার

ইব্রাহীম খলিল:

তারুণ্যের উৎসব উদ্‌যাপন উপলক্ষে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহঃ) ফাজিল মাদ্রাসার আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপি মাদ্রাসা প্রাঙ্গণে জমকালো আয়োজনে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন। উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ এনামুল হক কুতুবী। বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ শেখ মোহাম্মদ আবুল খায়ের, সাংবাদিক মামুনুল হাসান প্রমুখ।

মাদ্রাসার সহকারী অধ্যাপক কাজী আশরাফ উদ্দিনের তত্ত্বাবধানে পিঠা উৎসবে ৬ষ্ঠ থেকে আলিম শ্রেণির ১০টি স্টলে প্রায় শতাধিক দেশীয় পিঠা প্রদর্শন করা হয়। এর মধ্যে পাপড়ি পিঠা, ঝিনুক পিঠা, তালেক পিঠা, নারিকেল পিঠা, পাক্কন পিঠা, রেশমী পিঠা, ঝিলমিল পিঠা, ডিম সুন্দরী পিঠা, হৃদয় হরণ পিঠা অন্যতম।

অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারুণ্য হচ্ছে আমাদের বিশাল একটা শক্তি। আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণরাই সহযোগিতা করবে।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ এনামুল হক কুতুবী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী তারুণের উৎসব পালনের অংশ হিসেবে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীরা বাহারি রকমের পিঠার স্বাদ নিতে কেনাকাটায় উপচেপড়া ভিড় করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net