1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে দেশীয় এলজি ও বিপুল পরিমাণ মাদক সহ আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তরা খিলখেতে স্থানীয় দোকানপাট হতে নিয়মিত চাঁদাবাজি গ্রেফতার ২ রাউজানে অবৈধভাবে বালু- মাটি কাটার দায়ে  এক লক্ষ চার হাজার টাকা জরিমানা রাউজানে সন্ত্রাসীরা গুম-খুন করে বিএনপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা  রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় বক্তব্যে বলেন — শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ঠাকুরগাঁওয়ে নদী দখল করে স্থাপনা ! মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক সোহেল মুন্সীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান! রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি তিতাসে সড়ক দুর্ঘটনায় আহত মনি মিয়ার পাশে দাঁড়ালেন জামায়াত ইসলামী উত্তরা খিলখেতে স্থানীয় দোকানপাট হতে নিয়মিত চাঁদাবাজি গ্রেফতার ২ চৌদ্দগ্রামে বিধবাকে সেলাই মেশিন উপহার দিল স্বপ্নপূরণ ফাউন্ডেশন

চৌদ্দগ্রামে দেশীয় এলজি ও বিপুল পরিমাণ মাদক সহ আটক ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি গান ও বিপুল পরিমাণ মাদক সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এই অভিযান চালিয়ে তাদের আটক করে। বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।

ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক ও অস্ত্র সরবরাহ করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। এ সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী শুক্রবার সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জুরুল হক এবং থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন চাকমার নেতৃত্বে যৌথবাহিনীর একটি আভিযানিক দল মিয়াবাজারের জগমোহনপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত মকবুল আহমেদের ছেলে মো: লোকমান (৪৩) এবং একই গ্রামের মানিক মিয়ার ছেলে মোশারফ হোসেন সৈকত (১৯) কে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘর তল্লাশী করে একটি দেশীয় এলজি গান, ৫ রাউন্ড গুলি, ৩ রাউন্ড শর্টগানের কার্তুজ, ২ হাজার ৫৯ পিস (২,০৫৯ পিস) ইয়াবা ট্যাবলেট, ২ বোতল বিদেশী মদ এবং ৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্বার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্র ও মাদক নির্মূলে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী আরও বৃদ্ধি করা হয়েছে। অঞ্চলটিতে সাম্প্রতিক সময়ে যৌথবাহিনী একাধিক সফল অভিযান পরিচালিত করেছে। যা মাদক ও চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয়রা এ ধরণের অভিযানকে স্বাগত জানিয়ে এলাকায় শান্তি প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন। ত াদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। মাদক ও অস্ত্র চোরাচালান নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net