1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এবারের বাজেটে মফস্বল উন্নয়ন ভাবনা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সেনানিবাসে আশ্রয় দেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াতের ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে গভীর রাতে টিসিবির পণ্য বাড়িতে নেওয়ার চেষ্টা, আটকে দিয়েছে স্থানীয়রা জামায়াত নেতাকে চাঁদাবাজির অভিযোগে ফাঁসানোর চেষ্টা জিয়া মঞ্চের দাউদকান্দিতে আওয়ামী লীগের দোসর দিয়ে ইউনিয়ন বিএনপি গঠিত, এলাকায় চরম উত্তেজনা বাংলাদেশে আ’লীগের ফিরে আসার সম্ভাবনা নাই : কুমিল্লায় ডা. তাহের হাত পা বেঁধে ৫ জনকে ফেনী নদীতে ফেলে দিয়েছে বিএসএফ স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট যে ৬৬ সংসদীয় আসনের সীমানায় আসতে পারে পরিবর্তন

এবারের বাজেটে মফস্বল উন্নয়ন ভাবনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২০ বার

দিদারুল আলম মজুমদার

 

কথায় আছে,যদিও লাগে কহর,না ছাড়িও শহর। একথাটি কতটুকু যুক্তিযুক্ত তা আমার বুঝে আসেনা। যদি একজন মানুষ শহরে জন্ম না নিয়ে মফস্বলে জন্ম নিয়ে থাকে তাহলে সে শহরে আসবে কাজে কাজে। কাজ ছাড়া সে শহরে আসবেও কেন?

আগে একসময় একটি পরিবারে তিন জন ছেলে থাকলে একজন পড়াশোনা করতে শহরে উঠতো। আরেকজনকে টাকা রুজির জন্য পাঠানো হতো প্রবাসে। আরেকজন বাধ্যতামূলক ভাবে পরিবার বাড়ি ঘর ও জমিজমা দেখাশোনা করতে গ্রামেই অবস্থান করতো। গ্রামে অবস্থানকারী কে অন্য দুইজন আর্থিক সহযোগিতা দিয়ে যাবে শর্ত ছিলো। এতে একটি পরিবার তার সহায় সম্পদ আবাদের পাশাপাশি আত্মীয়তার বন্ধন সুন্দর ভাবে টিকিয়ে রাখতে পারতো। যা শহরের জীবনে এসে কোন ভাবেই চিন্তা করা যায় না।

যে শহরে পানি এবং সুয়ারেজের পর্যন্ত বিল দেয়া লাগে,সেই শহর কখনো আপন শহর হতে পারে বলে আমার মনে হয়না।

মরহুম প্রেসিডেন্ট এরশাদের একটি ঐতিহাসিক বক্তব্য ছিলো,আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তার অনেক কথা ও কাজ আমার পছন্দ না হলেও এই বক্তব্য টি আমার খুবই পছন্দের। গ্রামীণ উন্নয়ন এর সাথে অনেক বিষয় জড়িত রয়েছে। তাই বিষয়গুলো পর্যালোচনার স্বার্থেই আমার এই নিবন্ধ।

একদিকে চাকরি কাজ বা ব্যবসায়ের খোঁজে মানুষ যেভাবে শহরমুখী হয়েছে তাতে শহরবাসী বিভিন্ন ধরনের দুষনের স্বীকার হচ্ছে দিন দিন।

অন্যদিকে গ্রামে মানুষের অভাবে শ্রম এবং শ্রমিকের দাম বেড়েই চলেছে বিধায় যে কোন কাজ সম্পাদনে মানুষ লোকসান হিসাব করে যাচ্ছে। তাই কেউ এখন চাষাবাদ করেনা বললেই চলে।

একটি কেইস স্টাডি দেখুন। জিয়া আমাদের বাড়ীর একজন কৃষক। তার একটি ট্রাক্টর ছিলো। এই ট্রাক্টর দিয়ে তার জমি চাষাবাদের পাশাপাশি অন্যদের জমি চাষেও সে ট্রাক্টরটি কাজে লাগাতো। উক্ত কাজের টাকা কালেকশনের জন্য তার একটি মটর সাইকেল ছিলো। সে একজন ভালো চাষী হিসেবে পরিচিত। তার তিন ভাই প্রবাসে ও ভাইদের পরিবার পাশের শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করে। তার প্রতি ভাইদের সহযোগিতা ছিলো সবসময়। সেও যা উৎপাদন হতো তা থেকে সবার বাসায় ভাগ করে পৌঁছে দিতো। তাকে বিয়ে করানোর পর থেকে শুরু হলো সন্দেহ সংশয়। আস্তে আস্তে সে তার ট্রাক্টর,মটর সাইকেল এবং এই চাষাবাদ ধরে রাখতে পারেনি। তার বৌও তাকে চাপে,সবাই যদি শহরে থাকতে পারে,তাহলে তুমি কেন গ্রামে পড়ে আছো। এই হলো আমাদের গ্রামে না থাকার প্রবণতা।

এভাবেই ধীরে ধীরে আমরা গ্রাম থেকে শহরে যেতে যেতে আমাদের প্রয়োজন হচ্ছে অতিরিক্ত বাসা ভাড়া। প্রয়োজন হচ্ছে সকল কিছু ক্রয় করে খাওয়া। আবার বসে বসে খাওয়ার কারণে প্রয়োজন হচ্ছে ব্যায়ামের।

কথায় আছে, কেউ অতিরিক্ত খেয়ে তার চর্বিমুক্ত করতে ব্যয়ামের মাধ্যমে দৌড়ায়। আর কেউ তার দুবেলা খাবার জোগাড় করতে দৌড়ায়।

গ্রামের লোকজন শহরমুখী হওয়ার দরুন এখন ফকিরও তার কালেকশন বাড়াতে গিয়ে শহরমুখী হয়েছে। কারণ গ্রামের মানুষের রুজি কম বিধায় দান খয়রাতও কম। তাই ফকিরদের উপস্থিতিও শহরে বেশি।

একবার হাইকোর্ট কে ফকিরা বা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় হইরাকোর্ট উপাধি দিয়ে এক কৌতুক অভিনেতা মামলাও খেয়েছিলো।

যাক ইউনুস সরকারের এবারের বাজেটে গ্রাম উন্নয়নের জন্য সুনির্দিষ্ট প্রণোদনা প্রয়োজন। মানুষের মৌলিক প্রয়োজন পূরণের জন্য গ্রামের মানুষ সবকিছু হাতের নাগালে পাবে হিসেবে এবারের বাজেট তৈরি সময়ের দাবি।

করোনা কালীন এবং বর্তমান সরকারের সময়ে মানুষ ইন্ডিয়া না গিয়ে ভালো মন্দ চিকিৎসা চালিয়ে দিন কাটাচ্ছেন। এভাবে কিন্তু আত্মনির্ভরশীল হচ্ছে বাংলাদেশ। নিজের দেশের উৎপাদন নিজের দেশ ও গ্রামকে স্বনির্ভর করবে।

আমাদের প্রয়োজন ফুরিয়ে কিছু বাকি থাকলে আমরা প্রতিবেশি দেশকে দিতে পারি। নিজের জনগণকে কষ্ট দিয়ে অতীতের ফ্যাসিবাদী সরকারের মত বিদ্যুৎ ও গ্যাস দেশের জনগণের চাইতেও কম মূল্যে অন্য দেশে বিক্রি করে খাতির যোগানোর কোন মানে হয়না। এখন আমাদের সিএনজি পাম্প গুলো বেশি সময় বন্ধ রাখতে হচ্ছে না। অতি গরমেও লোডশেডিংয়ের কোন প্রাদুর্ভাব দেখছি না।

এভাবেই সুনির্দিষ্ট উন্নয়ন সম্বলিত একটি সাবলীল বাজেট আমরা চাই। প্রফেসর ডঃ ইউনুসের সরকার সেই আশা জাগানিয়া একটি বাজেট জাতির জন্য উপহার দেবেন আশাকরি।

এবার আসি মৌলিক চাহিদা গুলো মিটাতে মফস্বল এলাকায় সরকারি কি কি কর্মসূচি থাকলে সংশ্লিষ্ট জনগণ আকর্ষিত হবে। যেমন পানির স্কিম, সার ও কীটনাশকে ভর্তুকি,চারা বীজে ভর্তুকির পাশাপাশি একজন প্রকৃত চাষা যদি ভূমিহীন হয়ে থাকে, তাহলে তাকে উক্ত কাজে ১২ বছরের অভিজ্ঞতা থাকলে তার বিনিময়ে আবেদন সাপেক্ষে সরকার তার খাস জমি সমূহের একটি অংশ তার জীবন কাল ব্যাপী লীজ দেবেন। এসব কর্মসূচি সরকারি খাসজমি আবাদে আকর্ষণ সৃষ্টি করবে।

এখন লাইভ বেকারীগুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এগুলো প্রতি গ্রামে কেউ দিতে চাইলে সরকারী ব্যাংক তাতে অর্থায়ন করবে বলে সরকারি সিদ্ধান্ত থাকা চাই।

দেশীয় তাঁতের কদর অতীতে ছিল বিধায় মানুষ কম মূল্যে পোষাক পেয়ে যেতো। এখন এই তাঁত শিল্প নেই বললেই চলে। মফস্বলে কেউ ছোট ছোট পোষাক শিল্পের উদ্যোগ নিলে তাদের সাথে সরকারের ৫০% শেয়ারে অংশগ্রহণ তাদের সাহস যোগাবে।

বাসস্থান ও সুয়ারেজ ইস্যুতে গ্রামে যে যেভাবে ইচ্ছা সেভাবে করতে থাকে। যা একটি উন্নয়নশীল রাষ্ট্রের জন্য হুমকি। বাসস্থান গুলো একটি রাষ্ট্রীয় পরিকল্পনার আওতায় আনতে হবে। তবে তার জন্য প্রতিটি ইউনিয়নে কমপক্ষে একজন সিভিল ইন্জিনিয়ার নিয়োগ প্রাপ্ত থাকবেন,যিনি একজন মানুষের আবেদনের প্রেক্ষিতে নামমাত্র সরকারি ফি গ্রহণের মাধ্যমে ডিজাইন ড্রয়িংসহ সরেজমিন তত্ত্বাবধান করে যাবেন।

শিক্ষা ক্ষেত্রে প্রতিটি হাইস্কুল এর সাথে ইন্টারমেডিয়েট ক্লাশ যুক্ত হবে। মাদ্রাসা গুলো ছাড়াও প্রতিটি প্রাইমারি স্কুলের সাথেও নুরানী ক্লাশ যুক্ত হবে। বাংলা ইংরেজির সাথে সাথে ধর্মীয় অনুভূতির সৃষ্টিতে সিলেবাস থাকবে। দুর্নীতি দমনে শিক্ষার পাশাপাশি কর্মক্ষম জনশক্তির কর্মসংস্থান এর ব্যবস্থা করবে সরকার। নাহয় বেকার ভাতা দেয়ার একটি মানসিকতা নিয়ে কাজ করলে সরকার একটি পর্যায়ে সফলতা পাবে আশাকরি।

চিকিৎসার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক গুলোকে চ্যারিটির পাশাপাশি কমার্শিয়াল ক্যাপাসিটি সম্পন্ন করে গড়ে তুলতে হবে। সেখানে শুধু ফ্রি চিকিৎসা নয়,বড় লোকদের জন্যও চিকিৎসা ব্যবস্থা থাকবে। রাষ্টে কোনো ধরনের দুর্বল মেডিকেল ইকুইপমেন্ট যেন কোনোভাবেই ঢুকতে না পারে তার যথাযথ ব্যবস্থা নিবে সরকার। তখন মফস্বল এলাকায় রোগ নিরুপন সিষ্টেম শহরের মতো হয়ে মফস্বল জনগণ আস্থাশীল হয়ে উঠবে।

সর্বোপরি সরকার তার বিশদ পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় তার বড় বড় প্রকল্প তৈরি করে জনবলকে ছড়িয়ে কাজে কাজে ব্যস্ত রাখবে। তখন শহর জীবনে সরকার ও জনগণ এভাবে আর চাপ নিতে হবেনা। কালো দুষিত ধোঁয়া মুক্ত শহর তৈরি হবে।

তাই শহরবাসী যারা সরকারের পলিসির সাথে জড়িত রয়েছেন তাদের জীবনকে সুখময় করতে তারা নিজেরাই এই চিন্তা গুলো সরকারের সাথে শেয়ার করুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

 

উদ্যোক্তা ও সিনিয়র সদস্য, ডিইউজে

didermojumder@gmail.com

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net