নিজস্ব প্রতিবেদক :
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে দলটির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনকারী ছাত্র-জনতার সাথে সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাড. একেএম আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারী মুহা. নিজামুল হক নাঈম। একই সঙ্গে শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়তে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছে দলটি। শনিবার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান ।
বিবৃতিতে তারা বলেন, বিনা বিচারে গণহত্যা চালানো আওয়ামী স্বৈরাচারের দোসরদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। হাজারো শহীদের রক্তের বিনিময়ে গঠিত অন্তর্বর্তী সরকার এখনো আওয়ামী লীগ নিষিদ্ধ না করে জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করছে।
সরকারের উদ্দেশে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচার প্রক্রিয়া দ্রুত না এগোলে জুলাই গণ-অভ্যুত্থানের ব্যর্থতার দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বকে। ইতিহাস কোনো বিশ্বাসঘাতকতাকে ক্ষমা করে না।
বিবৃতিতে সর্বস্তরের রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগের প্রশ্নে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।