1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আন্তর্জাতিক নার্স দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলে নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এখনো প্রস্তুত হয়নি ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার নিবন্ধন পেলো এনসিপিসহ তিন রাজনৈতিক দল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৭ম দিনের আপিল শুনানি চলছে রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি

আন্তর্জাতিক নার্স দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৯১ বার

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জেরন্টোলজিক্যাল এসোসিয়েশন(বিজিএ) এর উদ্যোগে আজ ৩০ মে ২০২৫ ইং শুক্রবার আন্তর্জাতিক নার্স দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইদুর রহমান, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ।

তিনি তাঁর বক্তব্যে নার্সদের মানবিক সেবা স্বাস্থ্য সেবা প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, সেবা প্রদানের পাশাপাশি সৌজন্যমূলক অভিবাদন, হাস্যোজ্জ্বল ব্যবহার ও সদয় আচরণ রোগীদের প্রতি সেবার মান বহুগুণ বৃদ্ধি করতে পারে। তিনি বলেন, এটি শুধু মাত্র পেশাগত দায়িত্ব নয় বরং একটি মানবিক গুন, যা রোগীর আস্থা ও মানসিক প্রশান্তি বৃদ্ধিতে সহায়ক। তিনি আরো বলেন, “নার্সদের দক্ষতা উন্নয়ন ও পরিচর্যার মান বৃদ্ধি সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত একটি খাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক জনাব আনোয়ার হোসেন আকন্দ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার জনাব হালিমা আক্তার, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ড. মোঃ নুরুল ইসলাম, সাবেক পরিচালক প্রফেসর তাহমিনা আখতার এবং সভাপতিত্ব করেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের বর্তমান পরিচালক প্রফেসর ডঃ মাহবুবা সুলতানা। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিজিএ’র সাধারণ সম্পাদক প্রফেসর ড রবিউল ইসলাম এবং প্রোগ্রাম শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিজিএ’র সহ সভাপতি প্রফেসর ডঃ হাফিজ উদ্দিন ভূঁইয়া। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিজিএ’র যুগ্ম সম্পাদক ড. দিলীপ কুমার সাহা, অর্থ সম্পাদক ডা প্রদীপ কুমার সাহা এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনির উদ্দিন মণি প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব আনোয়ার হোসেন আকন্দ বলেন, নার্সদের জন্য একটি মানসম্পন্ন স্ট্যান্ডার্ড সেটআপ প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। তিনি আন্ত: পেশাগত দ্বন্দ্ব নিরসনে গৃহীত উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন এবং বদলি ও স্থায়ীকরণ প্রক্রিয়া সহজীকরণ সহ চলমান কাজের অগ্রগতি সম্পর্কে বর্ণনা দেন।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর রেজিস্ট্রার জনাব হালিমা আক্তার বলেন, “মানসম্মত নার্সিং শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ এবং কলেজ পর্যায়ে কার্যকর মনিটরিং ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।”

অনুষ্ঠানে নার্সিং শিক্ষা, সেবা এবং প্রশাসনে বিশেষ অবদান রাখার জন্য তিনজন বিশিষ্ট নার্সকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মাহবুবা সুলতানা বলেন, নার্সিং পেশাকে একটি মানবিক ও শক্তিশালী পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষা, নীতি ও গবেষণার সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করতে হবে।

আলোচনা সভায় বিজিএ’র বিভিন্ন পর্যায়ের সাবেক- বর্তমান শিক্ষার্থীরা ছাড়াও ঢাকার চারটি বেসরকারি এবং একটি সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net