1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জামায়াতে ইসলামীর কোন পদ পাচ্ছেন এটিএম আজহার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ষড়যন্ত্র চলছে, সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে – তারেক রহমান মিটফোর্ড হত্যাকাণ্ড: পর্দার আড়ালে ইশরাক? অভিযুক্তকে বাঁচাতে তৎপরতা ও পুলিশের নীরবতায় তোলপাড় চৌদ্দগ্রামে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশ শঙ্খ নদীতে ডুবে যাওয়া যুবকের লাশ ৩দিন পর উদ্ধার  দশ বছরে আলোর মুখ দেখেনি নুরুচ্ছফা হত‍্যা মামলার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী-চাঁদাবাজদের কাছে জামায়াতে ইসলামী দেশ ছেড়ে দেবে না- রফিকুল ইসলাম খান লেনদেনের দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা : ডিএমপি বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

জামায়াতে ইসলামীর কোন পদ পাচ্ছেন এটিএম আজহার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৮১ বার

নিজস্ব প্রতিবেদক :

সদ্য কারামুক্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে গত মঙ্গলবার বেকসুর খালাস দেন আপিল বিভাগ। পরদিন তাকে শাহবাগে সংবর্ধনা দেয় জামায়াতে ইসলামী।

পরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন এটিএম আজহারুল ইসলাম। তাকে আলাদা কক্ষ দেওয়া হয়েছে। তবে এখনো দলীয় কোনো পদ বা দায়িত্বে অধিষ্ঠিত করা হয়নি আজহারুলকে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৩ বছর ধরে কারাবন্দি থেকেও তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য নির্বাচিত হয়ে আসছেন। গত বুধবার এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন । তখন থেকে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়ায় যে তিনি জামায়াতের আমির হচ্ছেন।

দলটির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী সদস্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলামের এখনই আমির বা দলীয় প্রধান হওয়ার সুযোগ নেই। কারণ আমির নির্বাচিত হন দলের রুকন বা শপথধারী সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। বর্তমান আমির ডা. শফিকুর রহমান তিন বছর (২০২৩-২০২৫) মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ। এ বছরের শেষের দিকে আবার জামায়াতের আমির পদে নির্বাচনপ্রক্রিয়া শুরু হবে।

ওই নেতারা জানিয়েছেন, পরবর্তী আমির পদের জন্য কারা প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন, তার জন্য তিনজনের একটি বাছাই তালিকা হয়। এই তিনজন কারা হবেন, সেটা মজলিসে শূরার সদস্যদের গোপন ভোটে ঠিক করা হয়। এই তিনজনের নাম সারা দেশে রুকনদের জানিয়ে দেওয়া হয়। এরপর সারা দেশের রুকনদের গোপন ব্যালটে এই তিনজনের মধ্যে যে কাউকে আমির পদের জন্য ভোট দিতে পারেন। এই তিনজনের বাইরে কারও কাছে অন্য কাউকে ভোট দিতে পারেন। এই তিনজনের বাইরে কারও কাছে অন্য কাউকে আমির পদের জন্য যোগ্য মনে হলে তিনি তাকে ভোট দিতে পারেন। এরপর নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন ভোট গণনা করে সর্বোচ্চ ভোটপ্রাপ্তকে আমির ঘোষণা করেন। এটিএম আজহারকে আমির হতে এ প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে হবে।

দলটির বিভিন্ন পর্যায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, এটিএম আজহারুল ইসলামকে দলের কেন্দ্রীয় নায়েবে আমির করার সম্ভাবনা বেশি। বর্তমানে জামায়াতের নায়েবে আমির তিনজন। তারা হলেন—সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও আ ন ম শামছুল ইসলাম। গঠনতন্ত্রে নায়েবে আমিরের সংখ্যা নির্দিষ্ট করা নেই। গঠনতন্ত্রে ‘প্রয়োজনীয় সংখ্যক’ বলে উল্লেখ রয়েছে।

এটি এম আজহারুল ইসলাম ২০১১ সালের ২২ আগস্ট রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে গ্রেফতার হন। তখন তিনি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল পদে ছিলেন। তার আগে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গ্রেফতার হওয়ার পর একবার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল পদেও ছিলেন। প্রায় ১৩ বছর কারাবন্দি থাকার পর গত ২৮ মে তিনি মুক্তি পান। আগের দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ সর্বসম্মত রায়ে খালাস দেন এটিএম আজহারকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net