শ্যামল বাংলা ডেস্ক:
ভারত পাকিস্তান যুদ্ধে এ পর্যন্ত অন্ত্যত ৩৬ জনের মৃত্যুর খবর জানা গেছে।
চলমান উত্তেজনা প্রশমনে ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিতে ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
জোটের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনৌনি সাংবাদিকদের বলেছেন, “আমরা উভয় পক্ষকে সংযত থাকতে এবং উত্তেজনা কমাতে ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এই সংঘাতের দরকষাকষি, ঐকমত্য এবং স্থায়ী শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তা ইউরোপীয় ইউনিয়ন পুনর্ব্যক্ত করছে।”
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো চলমান সংকট নিয়ে ভারত ও পাকিস্তানের প্রতি আলোচনার আহ্বান জানিয়েছেন।
পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আরটি এক প্রতিবেদনে বলেছে, মস্কো দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।
একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তেহরান এর আগে মধ্যস্থততা করতে চেয়েছিল।
ভারতের হামলার নিন্দা জানিয়ে তুরস্ক একে ‘উস্কানিমূলক পদক্ষেপ’ বলে বর্ণনা করেছে। বেসামরিক ব্যক্তি ও বেসামরিক অবকাঠামোকে নিশানা করে এ হামলা চালানো হয়েছে বলে মনে করে আঙ্কারা।