শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক- দু’জনকেই দেশে ফেরাতে কমিশন কাজ করছে।
নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের করা চুক্তিতেই সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় ২০১১ সালে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি হয়েছিল। সে চুক্তির আওতায় তাকে ফেরত আনা সম্ভব। আমরা আদালতের আদেশ অনুযায়ী কাজ করব।’
বুধবার (১৪ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান আরো বলেন, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক- দু’জনকেই দেশে ফেরাতে কমিশন কাজ করছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।