স্টাফ রিপোর্টার:
দাউদকান্দিতে আওয়ামী লীগের দোসর দিয়ে ইউনিয়ন বিএনপি গঠনের অভিযোগ উঠেছে। আগামী শনিবার (২৪মে) ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেবের ইউনিয়ন সুন্দরপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলনে ডক্টর খন্দকার মারুফ হোসেনের উপস্থিতিতে আওয়ামী লীগের দোসর তসলিম আহমেদকে সভাপতি ঘোষণা করা হবে এমন খবরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই নিয়ে এলাকার বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, তসলিম আহমেদ ২০১৮ সালের রাতের ভোটে আওয়ামী লীগের ব্যানারে আব্দুস ছবুর ইঞ্জিনিয়ারের নৌকা প্রতীককে নির্বাচিত করতে অনেক কাজ করেছে। নৌকাকে বিজয় করেছে, পাশাপাশি তসলিম আহমেদ গোপনে আওয়ামী লীগে যোগদান করেছে। ৫ আগস্টের ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। তাছাড়া এই তসলিম আহমেদ আওয়ামী লীগের চেয়ারম্যান আসলাম মিয়াজির সাথে মিলে জমির দালালি করে। সালিসি করে ঘুষ খাওয়া সব ধরনের অপকর্ম করেছে।
৫ ই আগস্ট এর পর তসলিম আহমেদ বিএনপি’র নেতা জসিমকে ম্যানেজ করে আবার বিএনপিতে চলে আসে। দাউদ কান্দির সুন্দলপুরে ২৪ তারিখের সম্মেলন ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আরো জানা যায় বিএনপির দুঃসময়ের হামলা মামলার স্বীকার হওয়া কাউকেই সভাপতি প্রার্থী হতে দেওয়া হয়নি। একটা পকেট কমিটিকে ২৪ তারিখ সম্মেলনে ঘোষণা করা হচ্ছে। এলাকার নেতাকর্মীরা তারেক রহমানের সহযোগিতা কামনা করছে।
সূত্রটি আরো জানিয়েছে, তসলিম আহমেদ আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার এবং আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বারদের সাথে এবং এমপি সবুর সাহেবের সাথে অনেক সখ্যতা ছিল। তসলিমের অনেক ছবি ফেসবুকে ভাইরাল। তারপরও কিসের বলে আজ তসলিমা আহমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হচ্ছে সুন্দলপুরের বিএনপির নেতাকর্মীরা জানতে চায়।