1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতির মরহুম পিতার স্মরণে দোয়া মাহফিল ঈদগাঁওয়ে দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত: ২ লাখ টাকা জরিমানা জুবায়ের রহমান চৌধুরী প্রধানবিচারপতি হয়ে ওঠার স্মৃতি : অধ্যাপক এম এ বার্ণিক সোনারগাঁয়ে এনসিপির যুবসংগঠনের নেতাদের হত্যার হুমকি: থানায় জিডি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি গণতন্ত্রের প্রত্যাবর্তন: মো. আবদুস সবুর কুয়েতে চৌদ্দগ্রামের যুবকের রহস্যজনক মৃত্যু প্রতিবেশি কর্তৃক পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের সেনবাগে ফাদার্স এইড বাংলাদেশের বৃত্তি সম্পন্ন  মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী (সিআইপি) সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত ঈদগাঁওয়ে জনতার ধাওয়ায় ডাকাতদলের পলায়ন, পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, উদ্ধার -৩

জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০৭ বার

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

কর্মসূচির মধ্যে রয়েছে-১ জুলাই- জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান হবে। ২ থেকে ৪ জুলাই-দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ; ৮ থেকে ১৫ জুলাই-জামায়াত নেতাদের শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান করা হবে।

১৬ জুলাই-শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হবে রংপুরে)। ১৯ জুলাই-জামায়াত ঘোষিত ৭-দফা বাস্তবায়নের উদ্দেশ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং শহীদ পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ করবেন।

২০ থেকে ২৪ জুলাই, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণ-প্রত্যাশা পূরণের লক্ষ্যে সেমিনার-সিম্পোজিয়াম করা হবে। ২৫ থেকে ২৮ জুলাই, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের উপর ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৯ থেকে ৩০ জুলাই-মহিলা ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা হবে। ১ আগস্ট-জাতীয় সেমিনার (শহীদ স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচন) এবং ১-৩ আগস্ট-ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করা হবে।

৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল পালন করবে দলটি। একইসঙ্গে রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় ও স্থানীয়ভাবে অংশগ্রহণ করবে দলটির নেতাকর্মীরা। এছাড়া ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম-ওলামাদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচি ঘোষণার সঙ্গে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, এ জাতির ইতিহাস পরিবর্তনের স্বর্ণোজ্জ্বল একটি সময় জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক রক্তাক্ত ও মানুষের গণআকাঙ্খার স্মৃতিকে ধারণ করে তার বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী।

তিনি বলেন, এই ইতিহাস, এই অভ্যুত্থানে যারা অবদান রেখেছেন, যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, যারা আহত হয়েছেন, সকল শ্রেণি পেশার মানুষের সর্বজনীন আন্দোলনের মাধ্যমে জাতির এই পরিবর্তনটা এসেছে। ফ্যাসিবাদী-কর্তৃত্ববাদী শাসনের কালো যুগ আমরা পেরিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আশাকরি এ মাসব্যাপী এই কর্মসূচি জাতিকে আবার নতুন চেতনায়, জুলাইয়ের চেতনাকে লালন করে এগিয়ে চলার জন্য আরও অনুপ্রাণিত করবে, আরও সংগঠিত করবে। আমাদের বিভেদ-অনৈক্য দূর করে জাতীয় ঐক্যের একটা ইস্পাত কঠিন পরিবেশ তৈরিতে এই মাসব্যাপী কর্মসূচি ইনশাআল্লাহ সহায়ক হবে। এসব কর্মসূচি সফলের দেশবাসীর সহযোগিতা কামনা এবং দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সাত দফা দাবির মধ্যে জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের কথা আছে। এই দাবি আদায়ে জামায়াত সোচ্চার আছে। আশা করব, এই বার্ষিকী পালনের মধ্যেই সরকার এটা বাস্তবায়ন করবে।

এসময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং নির্বাহী পরিষদ সদস্য এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net