সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:
জুলাই শহীদদের স্মরণে সোনাইমুড়ী কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সোনাইমুড়ী উপজেলা শাখা।
মঙ্গলবার বাদ আসর অনুষ্ঠিত এ মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন। মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসাথে দেশ ও জাতীর কল্যাণ, এবং দেশের সফলতা কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “জুলাই মাস শহীদের রক্তস্নাত এক গৌরবোজ্জ্বল অধ্যায়। যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মরণ করাই আমাদের দায়িত্ব। শহীদদের ত্যাগ আমাদের প্রেরণার উৎস।”
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. সাইফুল্লাহ মনির, বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির হানিফ মোল্লা। আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি আব্দুল বাকের, পৌরসভা আমির আব্দুল মতিন, সেক্রেটারি ফজলুল হক সহ জামায়াতে ইসলামির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মুসল্লীবৃন্দ।