1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগামী জাতীয় সংসদ নির্বাচন: আমার ভাবনা, প্রত্যাশা ও বাস্তবতা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচন: আমার ভাবনা, প্রত্যাশা ও বাস্তবতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৪ বার

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ২০২৬ সালে সম্ভাব্য অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশবাসীর যেমন রয়েছে প্রবল আগ্রহ, তেমনি রয়েছে উদ্বেগ ও নানা প্রশ্ন।একজন সচেতন নাগরিক হিসেবে আমার ভাবনাও আবর্তিত হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ দিককে ঘিরে—যা গঠনমূলক,বাস্তবসম্মত ও ভবিষ্যতের জন্য ইতিবাচক অনুঘটক হতে পারে।

গণতন্ত্রের মেরুদণ্ড: অংশগ্রহণমূলক নির্বাচন-

গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন মানে কেবল ভোট প্রদান নয়, বরং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা।বিগত কয়েকটি নির্বাচনে প্রধান বিরোধী দলের অনুপস্থিতি, নির্বাচনী সহিংসতা ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।আগামীর নির্বাচনে আমার প্রথম প্রত্যাশা—এটি যেন হয় একটি সর্বজনগ্রাহ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন,যেখানে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে।

প্রযুক্তির ব্যবহার,কিন্তু স্বচ্ছতার নিশ্চয়তা-

ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM) কিংবা অন্যান্য প্রযুক্তির ব্যবহার নিয়ে দেশে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমার দৃষ্টিতে প্রযুক্তির ব্যবহার হতে পারে একটি অগ্রগতি, তবে তার আগে চাই যথাযথ স্বচ্ছতা, সচেতনতা বৃদ্ধি ও সর্বদলীয় সমঝোতা। প্রযুক্তি যেন আস্থার সংকট তৈরি না করে, বরং স্বচ্ছতার হাতিয়ার হয়—এই দিকটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও কার্যকর ভূমিকা-

একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।কমিশনের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজন তাদের সাহসী ও স্বচ্ছ ভূমিকা।নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা নিশ্চিত করাও কমিশনের বড় দায়িত্ব।

সংলাপ ও সমঝোতার সংস্কৃতি-

বর্তমানে দেশের রাজনৈতিক পরিসরে সংলাপ ও সহনশীলতার ঘাটতি স্পষ্ট। মতভেদ থাকতেই পারে, কিন্তু গণতন্ত্রে সমঝোতা অপরিহার্য।আগামী নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তরিক সংলাপ,কমন গ্রাউন্ড খোঁজা এবং নিয়মতান্ত্রিক বিরোধীদল চর্চার পরিবেশ তৈরিই হবে সুস্থ গণতন্ত্রের পূর্বশর্ত।

জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন-

একজন ভোটার হিসেবে আমার প্রত্যাশা,জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে আসবেন যিনি জনস্বার্থে কাজ করবেন, দলীয় আনুগত্য নয়—দায়বদ্ধতা থাকবে দেশের প্রতি। রাজনীতির নীতিহীনতা, দুর্নীতির চক্র ও ক্ষমতার অপব্যবহার থেকে বেরিয়ে এসে একটি নৈতিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতির সূচনা হোক—এটাই সময়ের দাবি।

একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।

নির্বাচন নিয়ে একপাক্ষিক ভাবনা নয়—প্রয়োজন সমন্বিত চিন্তা ও সমাধান।সরকার,রাজনৈতিক দল,নির্বাচন কমিশন, প্রশাসন,সুশীল সমাজ ও সর্বোপরি জনগণ—সবাইকে দায়িত্বশীল হতে হবে।একটি বিশ্বাসযোগ্য নির্বাচন মানে কেবল একটি সরকার গঠন নয়,বরং একটি জাতির গণতান্ত্রিক মানসিকতার প্রতিবিম্ব।

আমার এ ভাবনা শুধুমাত্র একজন নাগরিকের প্রত্যাশা নয়, বরং কোটি মানুষের সুপ্ত আকাঙ্ক্ষারই প্রতিফলন।

 

মোহাম্মাদ আল-আমীন রাসেল

মানবাধিকার ও সমাজ কর্মী

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net