বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত বলে আমরা মনে করি। তবে এর আগে অবশ্যই বেসিক সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে।’
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সিলেট জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা: শফিকুর রহমান আরো বলেন, ‘দু’চারজন বড় অপরাধীর বিচার হলে জাতি বুঝতে পারবে, বিচার শুরু হয়েছে। বাকি কাজগুলো পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন, তারা এই কাজগুলো অব্যাহত রাখবেন। বিচার ও সংস্কার নিয়ে কোনো টালবাহানা করলে যুব সমাজ মেনে নেবে না। যুব সমাজ এখন পথ পেয়ে গেছে, কোনো ধানাইপানাই চলবে না। যুব সমাজ আলোকিত সমাজ দেশ গঠনের হাতিয়ার।’
তিনি বলেন, ‘মানবতা মরে যায়নি, এখনো বেঁচে আছে, যারা শহীদ হয়েছে, ৭০ ভাগই খেটে-খাওয়া মানুষ। দল হিসেবে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা আপনাদের পাশে আছি। আমরা শহীদ পরিবারকে বলেছি, আপনারা সুখের সময় স্মরণ না করলেও চলবে, যেকোনো প্রয়োজনে আমাদেরকে বলবেন, জামায়াত আপনাদের পাশে থাকবে।’
তিনি আরো বলেন, ‘শহীদ পরিবারের স্বপ্ন পূরণে কাজ করছে জামায়াত। আমরা বড় একটি কাজ হাতে নিয়েছি। শহীদদের তালিকা নির্ভুলভাবে তৈরি করা। দুইটি ভলিউম ইতোমধ্যে বের হয়েছে। আমরা আহতদেরও ডাটাবেইজ তৈরি করা করছি।’
জামায়াত আমির বলেন, ‘এ কাজ কোনো দলের নয়, এই কাজ সরকারের। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে এই সরকার। কিন্তু সরকার কেন এই কাজটি করছে না। সরকারের দায়িত্ব অনেক, কিন্তু তারা সেটা পালন করছে না। আমরা সরকারের দুর্বলতার কথা বলেই যাবো।’
তিনি বলেন, ‘সরকারের ভালো কাজে আমাদের সহযোগিতা থাকবে। তবে সরকারের দুর্বল জায়গার কথা আমরা বলে যাবো।’
ডা: শফিকুর রহমান বলেন, ‘আমরা সরকারকে দুইটা বিষয়ে বলেছি, একটি হচ্ছে খুনিদের বিচার নিশ্চিত করা। আরেকটি শহীদ পরিবারের পাশে দাঁড়ানো।’
জামায়াত আমির বলেন, ‘রাজনৈতিক ঝুঁকি আসলে আমরা দেশ ছেড়ে যেতে চাই না। আমরা কোনো দেশে পালিয়ে যাইনি, যাবোও না। এই মাটিতেই আমরা থাকবো। আমাদের কোনো দাদাবাড়ি নেই। আমরা আল্লাহকে ভয় করি।’
তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদের আমলে পরিচিত অনেকে বিদেশে যেতে অফার করেছে, কিন্তু আমি সেই অফার অগ্রাহ্য করেছি। তিনটি দেশ আমাকে তাদের দেশে যেতে বলেছে, সেখানে থেকে দল পরিচালনা করতে বলেছে। তারা বলেছেন, এখানে থেকে জেল-জুলুমের শিকার হবেন, কী দরকার সেটার। জামায়াত নেতারা দেশ ছেড়ে যাননি।’
শহীদ ও আহতদের যথাযথ সম্মান প্রদান করার দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, ‘তারা জীবনের চাহিদা ছাড়া জাতিকে মুক্তি দিয়েছে, রাষ্ট্রের ট্রেজারির কেন তাদের দিকে নজর নেই । আমরা ক্ষমতায় গেলে শহীদ ও আহতদের যথাযথ সম্মান ও আর্থিক সহযোগিতা করা হবে।’