রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা স্থগিত করা হয়েছে।
বিকেল সাড়ে ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে সোমবার ভোর ৬টার দিকে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরপর তারা আসেন খাগড়াছড়ি। দুপুরে পদযাত্রা শেষে জেলার শাপলা চত্বরে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসাইন, দক্ষিণ অঞ্চলের কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির জ্যোষ্ঠ সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সমাবেশ শেষেই ফেনীতে আসার কথা ছিলো এনসিপির নেতৃবৃন্দের। তবে দুপুরের দিকে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্থগিত করা হয়েছে এ জেলার পদযাত্রা ও সমাবেশ। এছাড়াও নোয়াখালী ও লক্ষ্মীপুরেও স্থগিত করা হয়েছে পদযাত্রা।
২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) এ দুই জেলায় দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নেওয়ার কথা ছিল।