1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেফতার মেহেদী শামীম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলে নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এখনো প্রস্তুত হয়নি ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার নিবন্ধন পেলো এনসিপিসহ তিন রাজনৈতিক দল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৭ম দিনের আপিল শুনানি চলছে রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেফতার মেহেদী শামীম

চলমান -১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৫২ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে করা হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছেন মেহেদী শামীম।সোমবার রাতে গুলশান থানার সহযোগিতায় বাড্ডা থানা পুলিশ তাকে আটক করে। বাড্ডা থানা পুলিশ তাকে ৩০২/১০৯/৩৪ ধারার খুনের মামলায় তাকে আটক করছে।

মেহেদী শামীম ছিলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দালাল সাংবাদিক।বিগত আওয়ামী লীগের নেতা আমলাদের সাথে ছিল তার ঘনিষ্ঠ সম্পর্ক। আওয়ামী লীগের ঘনিষ্ঠ সাবেক সচিবদের সাথে মিলে করেছেন বহু অপকর্ম। বেশ কিছু সাবেক সচিব এবং বর্তামান কিছু আমলাদের নামও সামনে আসছে। এছাড়াও তিনি প্রবাসীদের স্ত্রীদের সাথে পরকিয়ায় জড়িয়ে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎত করছে তিনি।এ ব্যাপারে সৌদি এবং দুবাইয়ের একাধিক ভুক্তভোগীদের নিকট থেকে এ তথ্য পাওয়া গেছে।

মিডিয়াতে তার চরিত্রটাই ছিল বেশ ‘রহস্যময়’। একসময়ের একটি বেসরকারি টেলিভিশনের কর্মচারী থেকে কয়েক বছরের ব্যবধানে শতকোটি টাকার মালিক বনে যান।

এসবের পেছনে তার চতুরতা যেমন ছিল, একইভাবে ‘জাদুর কাঠি’র ব্যবহারও ছিল। সেই জাদুর কাঠি ছিল বিভিন্ন কোম্পানির এমডি ও উচ্চপদস্থ ব্যক্তিদের বারিধারা ফ্ল্যাটে মনোরঞ্জের ব্যবস্থা করা। আর এসকল মনোরঞ্জে ১৮-৫৫ বছর বয়সী নারীদের কেউ বাদ ছিল না।

রাজধানী ঢাকায় নামে বেনামে বাড্ডা-আফতাব নগরে ১৫টির অধিক ফ্ল্যাট,৩টি বাড়ি বিভিন্ন হাউজিং এ ৫টি প্লট গড়ে তুলেছেন। কিন্তু এত সম্পত্তির মালিক বনে যাওয়ার পিছনে আর্থিক উৎস কি তা অজানাই রয়ে গেছে।

বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মিথ্যা নিউজ ছাপানোর ভয় দেখিয়ে বড় আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

৪ আগস্ট ওলামা লীগের জয়েন্ট সেক্রেটারী আমিনুল ইসলামের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে পরিকল্পনাকারী হিসাবে অংশ গ্রহন করেছে।তার সহযোগীদের বেশ কয়েকজন পালাতে পারলেও তিনি পালাতে ব্যর্থ হন।সাংবাদিকতা পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেকে আড়াল করে রেখেছেন।

কথিত সরকারী আমলাদের নাম ভাঙ্গিয়ে তদবীর বাণিজ্যের অন্যতম হোতা হলেন মেহেদী শামীম।

জেলা জজের আত্মীয়তার সুযোগ নিয়ে তার সকল অবৈধ কাজগুলো ধামাচাপা দিয়ে আসছে বহু দিন ধরে।এছাড়াও সামরিক বাহিনীর উচ্চ পদস্থ ব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে পরিস্থিতি সামলে নেওয়াই তার কাজে রুপান্তর হয়েছে।

এনবিআরের বিগত কয়েক চেয়ারম্যানদের চাচা-ফুফা বানিয়ে আত্মীয়র পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাবেক আইজিপি বেনজির আহমেদের কথিত টিভি চ্যানেল গ্রিন টিভির বিভিন্ন দায়িত্বে থেকে বিভিন্ন অপকর্মের জরিয়ে পরে । বেনজির আহমেদের পতনের পর চাকরিচ্যুত হন তিনি।এরপর তিনি গ্লোবাল টিভিতে যোগদানের পর সেখানে বিভিন্ন অপকর্মের অভিযোগে সেখান থেকেও চাকরিচ্যুত হয়।

——চলমান

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net