1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ষড়যন্ত্র চলছে, সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে - তারেক রহমান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ষড়যন্ত্র চলছে, সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে – তারেক রহমান মিটফোর্ড হত্যাকাণ্ড: পর্দার আড়ালে ইশরাক? অভিযুক্তকে বাঁচাতে তৎপরতা ও পুলিশের নীরবতায় তোলপাড় চৌদ্দগ্রামে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশ শঙ্খ নদীতে ডুবে যাওয়া যুবকের লাশ ৩দিন পর উদ্ধার  দশ বছরে আলোর মুখ দেখেনি নুরুচ্ছফা হত‍্যা মামলার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী-চাঁদাবাজদের কাছে জামায়াতে ইসলামী দেশ ছেড়ে দেবে না- রফিকুল ইসলাম খান লেনদেনের দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা : ডিএমপি বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

ষড়যন্ত্র চলছে, সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে – তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ০ বার

‘ষড়যন্ত্র চলছে’ এমন সতর্ক বার্তা দিয়ে দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে চোখ-কান খোলা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ পরিবার ও দলীয় নেতাকর্মীদের সামনে দেয়া বক্তব্যে তিনি বলেছেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি- নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে।’

শনিবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ছাত্রদলের শহীদ পরিবারের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ শহীদ পরিবারের সদস্যদের সাথে তার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‘পরিকল্পনা হাতে নিয়েছি’

তারেক রহমান বলেন, ‘ছোটবেলা থেকে পড়ে এসেছি, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। সেই কৃষিকে ও কৃষকদের কিভাবে আত্মনির্ভরশীল করা যায়, সে বিষয়ে আমরা পরিকল্পনা নিয়েছি।’

তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা এখন বেকারত্ব। ‘প্রায় চার-পাঁচ কোটি তরুণ এবং প্রতিবছর লাখ লাখ নতুন যুবক যুক্ত হচ্ছে কর্মহীনতার তালিকায়। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের অন্যতম অগ্রাধিকার,’ বলেন তিনি।

নারীর ক্ষমতায়নের দিকটিও তার বক্তব্যে গুরুত্ব পায়। তিনি বলেন, ‘দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। রাজনৈতিক হোক বা অর্থনৈতিক, তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি।’

‘জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে’

তারেক রহমান বলেন, ‘একটি জাতিকে যদি গড়ে তুলতে হয়, তাহলে তাকে ঐক্যবদ্ধ করতেই হবে। আমরা অতীতে দেখেছি, ভাগ করে দিয়ে দেশ ও প্রতিষ্ঠানগুলো কিভাবে ছিন্নভিন্ন করা হয়েছে। বিএনপি বিশ্বাস করে, সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে দেশ গঠন করতে হবে।’

তিনি জানান, শহীদ পরিবার ও উপস্থিত নেতাকর্মীদের বক্তব্য শুনে নানা পরামর্শ পাওয়া গেছে, তবে অনেক বিষয়ে তারা হয়তো খেয়াল করেননি। ‘আপনারা ‘জুলাই সনদ’ নিয়ে কথা বলেছেন। এটি আমরা তিন মাস আগেই জমা দিয়েছি। তাই বিচারের দাবিকে আমরা সম্মান জানাই এবং প্রতিশ্রুতি দেই- সুযোগ পেলে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।’

‘গল্প তৈরি করার চেষ্টা চলছে’

সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ নিয়ে মন্তব্য করতে গিয়ে তারেক রহমান বলেন, ‘মিডিয়ায় একটি বিষয়কে ঘিরে গল্প তৈরি করার চেষ্টা হচ্ছে। আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, আমাদের এই অভিজ্ঞতা আছে- কে কিভাবে বার্তা তৈরি করে তা আমরা বুঝতে পারি।’

তিনি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। দেশের ভেতরে ও বাইরে অনেকে বিএনপিকে নানা পরামর্শ দেন। কারণ তারা বিশ্বাস করেন, বিএনপি দেশ পরিচালনার যোগ্যতা রাখে।

‘রিফর্ম মানে প্রশ্ন তোলা নয়’

সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় বিএনপির অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘বলা হচ্ছে বিএনপি কিছুই মানছে না। কিন্তু আলোচনার টেবিলে বসার অর্থই তো প্রশ্ন তোলা, মতামত দেয়া। যদি সব মেনে নিতে হতো, তাহলে আলোচনার দরকার কী ছিল?’

তারেক রহমান বলেন, ‘দায়িত্বহীন কেউ হলে হয়তো সব মেনে নিত। কিন্তু বিএনপি দায়িত্ববান বলেই তার অভিজ্ঞতা থেকে বলছে, কী করা উচিত আর কী নয়।’

‘অপরাধী যেই হোক, বিচার চাই’

পুরান ঢাকার একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘ঘটনার মূল অভিযুক্তকে এখনো ধরা হয়নি। অথচ যাদের বিরুদ্ধে প্রমাণ নেই, তাদের আটক করা হয়েছে। আমরা কখনোই বলিনি, অপরাধীকে রক্ষা করা হোক। বরং দলীয় অবস্থান থেকে প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে না। তাদের পরিচালনা করে তো সরকার, বিএনপি নয়।’

‘বিএনপিই জনগণের আস্থা পায়’

তারেক রহমান বলেন, ‘বিএনপিকে সবাই পরামর্শ দেয়- কারণ তারা মনে করে, বিএনপি দেশ চালাতে পারে। এটা বিশ্বাস করে বলেই কেউ কেউ টকশোতে বসে বলেন, বিএনপির উচিত এটা করা, ওটা করা।’

তিনি অভিযোগ করেন, ‘কিছু রাজনৈতিক দল সবকিছু মেনে নিচ্ছে। অথচ বিএনপি প্রশ্ন তুললেই বলা হচ্ছে, তারা আলোচনা মানে না। বিএনপির অবস্থান পরিষ্কার- যা দেশের জন্য ভালো, তা আমরা গ্রহণ করেছি।’

‘কেউ বিদেশী সুরে গান গায়, বিএনপি নয়’

স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘যখন জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তখন কেউ কেউ প্রতিবেশী দেশে পালিয়ে গিয়েছিল, আর একটি দলের কী ভূমিকা সেটা সবাই জানে। বিএনপি বলছে, বাংলাদেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা।’

‘প্রত্যেক হত্যার বিচার করব’

বক্তব্যের শেষদিকে শহীদদের স্মরণ করে তারেক রহমান বলেন, ‘জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন, গত ১৫ বছরে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রত্যেকের বিচার আমরা করব। দফার মাধ্যমে আমরা রাষ্ট্রের পুনর্গঠন পরিকল্পনা দিয়েছি। জনগণের সমর্থন পেলে আমরা তা বাস্তবায়ন করব।’

‘একটি হাদিস স্মরণে রাখুন’

শেষে একটি হাদিস উদ্ধৃত করে তিনি বলেন, ‘কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শোনে সত্যতা যাচাই না করে তা প্রচার করে।’

এই হাদিসের আলোকে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা যেন সত্য যাচাই না করে এমন কিছু না ছড়াই। দেশের মাটি, আলো-হাওয়ায় বেড়ে ওঠা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব- দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষা করা।’

তারেক রহমান বক্তব্য শেষ করেন এই বলে, ‘এই হোক আমাদের মিলনমেলার প্রতিজ্ঞা- যেকোনো মূল্যে আমরা শহীদদের স্বপ্ন পূরণ করব এবং সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করব।’

যে সমস্ত শহীদ পরিবারের খোঁজখবর দলের পক্ষ থেকে নেয়া হয়নি সেজন্য দুঃখ প্রকাশ করেন তারেক রহমান।

জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net