বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনাইমুড়ী উপজেলা শাখার উদ্যোগে শহীদদের স্মরণে এক মানবিক ও অর্থবহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ যোহর স্থানীয় ফয়েজিয়া এতিমখানায় আয়োজিত এ কর্মসূচিতে এতিম শিশুদের মাঝে মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হয়। এসময় জুলাই শহীদের স্মরণে দোয়া করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুকরণীয়। তাদের স্মরণে আমাদের কর্তব্য সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। জামায়াতে ইসলামী সেই দায়িত্ববোধ থেকেই এতিম শিশুদের সঙ্গে এই দিনটি ভাগ করে নিতে উদ্যোগ নিয়েছে।
ফয়েজিয়া এতিমখানার শিক্ষার্থীরা জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে আন্তরিকভাবে গ্রহণ করে। তারা আনন্দঘন পরিবেশে খাবার গ্রহণ করে এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
আয়োজনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির হানিফ মোল্লা, সেক্রেটারি আব্দুল্লাহ বাকের, পৌরসভা আমির আব্দুল মতিন, সেক্রেটারি ফজলুল হক, জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালীর- ১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ সাইফ উল্লাহ, সোনাইমুড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন, পৌর মেয়র মনোনীত প্রার্থী মু.হিফজুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিরা বলেন আমরা আশাকরি, ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক এ ধরনের কর্মসূচি জামায়াতে ইসলামী অব্যাহত রাখবে,ইনশাআল্লাহ।