নোয়াখালী প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন বলেছেন, যারাই দেশে ফ্যাসিবাদ কায়েম করবে, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সেই ফ্যাসিবাদকে রুখে দেবে।
চাটখিলের আজিজ সুপার মার্কেটের সামনে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রতিটি মানুষের অধিকার রয়েছে স্বাধীনভাবে কথা বলার, মতপ্রকাশের এবং নিজেদের পছন্দের রাজনৈতিক দল করার। কিন্তু যারা এই অধিকারগুলো ছিনিয়ে নিতে চায়, যারা ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।”
অনুষ্ঠানে চাটখিল উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ পরবর্তী একটি আনন্দ মিছিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পনরায় একই স্থানে এসে শেষ হয়। একইভাবে সমাবেশ হয়েছে সোনাইমুড়ি উপজেলায়।