মাগুরায় বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত জাত বিনাধান-২১ এর সাথে জিএস ধান ও বিনাধান-১৯ প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উপকেন্দ্র মাগুরার আয়োজনে বুধবার বিকালে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের রুপদাহ গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহর মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পিএসও এবং বিনা ময়মনসিংহ প্রকল্প পরিচালক ড,মোঃ মাহবুবুল আলম তরফদার, বিনা ময়মনসিংহ পিএসও এবং উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, মাগুরা বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. সুশান চৌহান, মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তোজাম্মেল হক সহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীরা।
বিনা উপ কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রোকাইয়া সুলতানার সঞ্চালনায় ও মাগুরা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বিনা ‘র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে মাঠ দিবসের অনুষ্ঠানে বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত জাত বিনাধান-২১’ এরসাথে জিএস ধান ও বিনাধান ’ ১৯ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ নিয়ে ব্যাপক আলোচনা করেন।