গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পরিষদে প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতার ঘোর সংকটে রয়েছেন স্থানীয় সেবা গ্রহীতারা। অভিযোগ উঠেছে—উপজেলা পরিষদের কয়েকজন কর্মচারী ও কর্মকর্তার ঘনিষ্ঠ ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঘুষ, তদবির ও দাপটের মাধ্যমে একপ্রকার ‘ছায়া প্রশাসন’ চালিয়ে আসছেন। স্থানীয়দের ভাষায়, এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী তিনজনকে ‘তিন ডন’ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে—যারা হলেন অফিস সহকারী জসিম, ইউএনওর ড্রাইভার আবু হানিফ এবং উপজেলা চেয়ারম্যানের গাড়িচালক মতি।
ভুক্তভোগীদের অভিযোগ, এসব ব্যক্তির প্রভাব এতটাই বিস্তৃত যে, শ্রীপুর উপজেলার নীতিনির্ধারণী অনেক সিদ্ধান্তেই তাদের অঘোষিত ভূমিকা ছিল। বিগত সরকার আমলে দলীয় প্রভাব কাজে লাগিয়ে তারা নিজেরা যেমন লাভবান হয়েছেন, তেমনি সেবা প্রত্যাশীদের অনেকেই অবহেলার শিকার হয়েছেন।
স্থানীয় একাধিক সেবাগ্রহীতা ও দলীয় কর্মীরা জানিয়েছেন, বিগত সময়ে বিএনপি সমর্থিত কেউ কোনো সরকারি সহায়তা বা কাজের জন্য এদের শরণাপন্ন হলে, সাড়া তো দূরের কথা, দায়িত্বহীন আচরণই পেয়েছেন বারবার। অথচ ওই সময়েই মোটা অঙ্কের মাসোয়ারার বিনিময়ে বিভিন্ন তদবিরের কাজ সম্পন্ন করেছেন এ তিনজন।
শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুর রফিক সমাদ্দার বলেন, জসিম, হানিফ আর মতির দাপটে আমরা সাধারণ মানুষ উপজেলা থেকে কোনো কাজই পাইনি। এখনো তারা অনেক কিছু মনিটর করছে। আমরা চরমভাবে অতিষ্ঠ।
বিশেষ করে ইউএনওর ড্রাইভার আবু হানিফের বিরুদ্ধে অভিযোগ বেশি। ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে তার অবাধ বিচরণ রয়েছে বলে জানা গেছে। কোনো জমি সংক্রান্ত কাজ করতে গেলে হানিফকে মাসোয়ারা না দিলে সেটি দীর্ঘসূত্রতায় পড়ে যায় বলে অভিযোগ অনেকের। একাধিক ব্যক্তি জানান, তিনি নিত্যদিনের কাজে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিনজন কর্মচারী নামে-বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন। রাজনৈতিক ছত্রছায়ায় প্রশাসনিক পদে থেকে প্রভাব বিস্তার করে এসব সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
বিগত সময়ে উপজেলা পরিষদে কর্মরত এক বিএনপি ঘনিষ্ঠ কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা তৎকালীন সময়ে কোনও সহযোগিতা পাইনি। অথচ এদের মাধ্যমে টাকা দিলে অনেক কিছুই সম্ভব হতো।
স্থানীয় লোকজন এবং বিএনপি দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম খুব বিরাজ করছে এদের বিরুদ্ধে! ইতিমধ্যে এ তিনজনের অপসারণ দাবি করা হয়েছে।অভিযোগকারীরা মনে করেন, এদের দাপটে শ্রীপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রম ও জনসেবা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।