সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে। সনদের ভিত্তিতেই সংসদ গঠিত হবে।
শনিবার বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে স্বাগত জানাই। তবে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়েও সুরাহা হতে হবে। জুলাই সনদের বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে ঐকমত্য হয়েছি। বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত হয়েই আমরা স্বাক্ষর করব। অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে হবে।
চাঁদাবাজির বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাইয়ের নাম বিক্রি করে কেউ অসাধুভাবে কাজ করতে চাইলে যেন প্রশাসন ব্যবস্থা নেয়, সে বিষয়ে আমরা বলে রেখেছি। আমরা আমাদের দলেও এমন সিদ্ধান্ত নিয়েছি। বৈষম্যবিরোধীর নাম ভাঙিয়ে অনেক জায়গায় এমনটা (চাঁদাবাজি) হচ্ছে। আমরা প্রশাসনকে এ বিষয়ে কঠোর হতে বলেছি। শুধু বৈষম্যবিরোধী নয়, কোনো রাজনৈতিক দলই যেন চাঁদাবাজি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
যে আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সে আকাঙ্ক্ষাকে এগিয়ে নিতেই এনসিপি গঠিত হয়েছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, আগামীকালের (৩ আগস্ট, রোববার) সমাবেশে দেশের মানুষের আকাঙ্ক্ষা, আমাদের আকাঙ্ক্ষা, এনসিপির ভবিষ্যত পরিকল্পনা, দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি— এসব নিয়ে আমাদের ভাবনা জানাব।
নাহিদ ইসলাম বলেন, আমরা আমাদের জুলাই পদযাত্রায় বলেছি, সব জায়গায় বলছি, জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা আমরা পাইনি এই এক বছরে। জুলাই সনদ ঘোষণার মাধ্যমে আমরা সেটার আংশিক পাবে হয়তো। কিন্তু দেশের অর্থনীতি, কর্মসংস্থান কোনো কিছুর পরিবর্তন হয়নি। এসব আকাঙ্ক্ষা পূরণ হয়নি।