বিশেষ প্রতিনিধি:
ঢাকা ৮ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন জনগণের ভালোবাসা এখন জামায়াতে ইসলামী দিকে!
জনগণের মুখে মুখে এখন বলে সব দল দেখা শেষ জামায়াতে ইসলামীর বাংলাদেশ আমরা নারী পুরুষ ধনী গরীব উচু নিচু সবাইকে নিয়ে এই বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
মতিঝিল পুর্ব থানার উদ্যোগে বিশিষ্ট ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয় থানা সেক্রেটারি মো: খলিলুর রহমানের সঞ্চালনায় সভাপতি মো: নুর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের নায়েবে আমির এডভোকেট ড. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের সহ. সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান।
আরো উপস্থিত ছিলেন মতিঝিল পুর্ব থানার কর্মপরিষদ সদস্য ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জসিমুল হক পাটোয়ারী ও এডভোকেট দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন মুসফিকুস সালেহীন শিবলী, মোস্তফা খান, টিটু,শাকিল সহ প্রমুখ।