দেশে বর্তমানে ৭ হাজার চিকিৎসকের সংকট আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, আগামী সেপ্টেম্বরে ৩ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা আছে সরকারের।
বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চিকিৎসকদের বৈষম্য দূর করতে ৭ হাজার সুপারনিউমারারি পদোন্নতির ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পাশাপাশি ৪৩ হাজার জ্যেষ্ঠ নার্সের মধ্যে কয়েকজনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের কাজে ধীরগতির কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন পক্ষ একে অন্যের বিরুদ্ধে মামলা করায় কাজের গতি আরও কমে গেছে। তবে আমরা ডিজিটাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছি, যাতে পদোন্নতিতে কোনো ধরনের বাণিজ্য না হয়। ’
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের স্বাস্থ্যখাত একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তা সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে বলেও জানান উপদেষ্টা।