কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন রোহিঙ্গা ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১৫।
১। সম্প্রতি কক্সবাজার জেলায় সাগরপথে মানব পাচারকারী চক্র সক্রিয় রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এই চক্রের শিকার রোহিঙ্গা শরনার্থীরা। বুঝে-না বুঝে, বিভিন্ন প্রলোভনে পরে সাগরপথে অবৈধভাবে বিদেশ গমনের ফাঁদে পা দিচ্ছে রোহিঙ্গারা।
গত ০৯ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রাতে গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-১, (টেকনাফ ক্যাম্প) র্যাব-১৫ কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক টিম কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া বড় ডেইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাগর পথে স্বেচ্ছায় মালেশিয়া গমনের জন্য জড়ো হওয়া ০৩ (তিন) জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে র্যাব হেফাজতে গ্রহণ পূর্বক সিপিসি-১, টেকনাফ ক্যাম্পে নিয়ে আসা হয়।
২। উদ্ধারকৃত রোহিঙ্গা শরণার্থীদেরকে পরিবারের নিকট হস্তান্তর ও রোহিঙ্গা শরণার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাচাই শেষে তাদের নিজ নিজ ক্যাম্পে হস্তান্তররের জন্য জিডি মূলে টেকনাফ মডেল থানায় হস্তান্তররের বিষয়টি প্রক্রিয়া চলছে।