কুমিল্লার চৌদ্দগ্রামে ১,৫০০ প্রান্তিক কৃষকের মাঝে উচ্চ ফলনশীল সরিষা বীজ ও তিন ধরণের রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বিনামূল্যে বিতরণকৃত এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন। কৃষির সম্প্রসারণ ও কৃষি উৎপাদন বৃদ্ধি করতে এ কার্যক্রম কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন। এ প্রকল্পটি সার্বিকভাবে তত্ত্বাবধায়ন করেন উপজেলা কৃষি অফিসার মো. জুবায়ের আহমেদ। এ সময় উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ সহ সংশ্লিষ্ট দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
বুধবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে রবি/২০২৫-২৬ মৌসুমে অনাবাদী ও মৌসুমী পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ‘বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ প্রকল্প’ এর আওতায় একযোগে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় প্রতি এক বিঘা বা ৩৩ শতাংশ জমিতে যাতে সরিষা চাষ করতে পারে সে পরিমাণ অর্থাৎ এক কেজি উন্নত সরিষা বীজ ও তিন ধরণের মোট ১৫ কেজি করে রাসায়নিক সার সুবিধাভোগী কৃষকদের মাঝে বিতরণ করা হয়। উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশগণের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনামূলে বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা বিভিন্ন অঞ্চলের সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ। এ সময় তারা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।