মনোহরগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে এক প্রবাসীর বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার রাত সাড়ে আটার দিকে উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন হাতীমারা গ্রাম (হাজুর বাপের) বাড়িতে এ ঘটনা ঘটে।
হাতীমার গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, ওই গ্রামের প্রবাসী নুরুন্নবীর বসতঘরে রাত সাড়ে আটায় দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে বসতবাড়ির ৪টি কক্ষে ছড়িয়ে পড়ে এবং মুহুর্তেই সব পুড়ে যায়। ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষাধিক বলে জানিয়েছেন গৃহকর্মী জেসমিন আক্তার।
মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা
বিপ্লব বড়ুয়া রাত ১০ টায় বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে তার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।