আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম-১৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী’র নেতৃত্বে দোহাজারীতে নির্বাচনী শো-ডাউনে জন-সমাবেশে পরিণত হয়।
গতকাল ১৫ নভেম্বর বিকালে চন্দনাইশ ও আংশিক সাতকানিয়া বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে ব্যানার, পেষ্টুন নিয়ে নেতাকর্মীরা দোহাজারী রেলওয়ে মাঠে দুপুর থেকে সমাবেত হতে থাকে। বিকালে দোহাজারী রেলওয়ে মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে জন-সমাবেশে রূপ নেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, গণসংযোগ ও নির্বাচনী শো-ডাউন রেলওয়ে মাঠ থেকে শুরু হয়ে দোহাজারী সদর, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে বাগিচাহাট এসে শেষ হয়। এ সময় মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানের বিভিন্ন দোকানদার, ব্যবসায়ী, পথচারী, গাড়ি চালক, শ্রমিক ও সাধারণ মানুষের কাছে ৩১ দফার লিফলেট বিতরণ করে বিএনপির নির্বাচনী শো-ডাউনের মাধ্যমে এ আসনে ধানের শীর্ষের প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী। এছাড়াও আগামী নির্বাচনে দেশের উন্নয়নে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সাধারণ জনগণকে উদ্ভুদ্ধ করেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির রাজনীতিতে তার কোনো পদ-পদবীর আকাঙ্খা নেই, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। তিনি রাজনীতিকে ইবাদত হিসেবে গ্রহণ করে মানুষের অধিকার রক্ষা মানুষের সুখ দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বর্তমান বিএনপির রাজনীতিতে সক্রিয়, ভবিষ্যতেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে থাকবেন বলে জানান। এ সময় তার সাথে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।