মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা ও শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে চৌদ্দগ্রাম উপজেলা শহীদ মিনারে এ উপলক্ষে আয়োজিত পুষ্পস্তবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মো. এমরান হোসেন বাপ্পি, সিনিয়র সহ-সভাপতি মো. আবুল বাশার রানা, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমন, প্রচার সম্পাদক কাজী সেলিম, দফতর সম্পাদক মো. আবদুর রব লাভলু, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সাইদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রব খন্দকার সবুজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাছম, কার্যনির্বাহী সদস্য মো. ইয়াছিন ভূঁইয়া, সদস্য মো. আশিকুর রহমান মজুমদার, এম এ নোমান প্রমুখ। পরে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলার চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামের অসহায় বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল মান্নান ভূঁইয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।