মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
মাগুরায় ২৪ শে জুলাই গণ আন্দোলনে মহম্মদপুরের শহীদ সুমনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলার বালিদিয়া গ্রামে ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার দুপুরে “শহীদ সুমন সড়ক”-এর উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াত নেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোঃ কবীর হুসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোঃ নজরুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরেরর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।