নিজস্ব প্রতিবেদক
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সকাল ৮টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ স্মরণে বিনম্র শ্রদ্ধা ও ফুলেল শুভেচ্ছা নিবেদন করেছে হোমিওপ্যাথিক ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচ ড্যাব)।
এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ডা. শাহজালাল আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন. ডা. আরিফুর রহমান মোল্লা ডা. মোঃ জোহা, ডা. আল হাসান মোবারক, , ডা. কাজী মাহবুব আলম সেলিম, ডা. কাসেমুর রহমান, ডা. সামস, ডা. মাহবুব, ডা. এনামুল হক, ডা. আবু আক্তার, ডা. আবুল হাসনাত মোঃ আমিন, ডা. শাহীন, এন্ড্রু মন্ডল, আবু জাফর মৃধা, মোঃ মনিরুল ইসলাম দিপুসহ আরও শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসক।
নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগ জাতিকে আলোকিত পথ দেখিয়েছে এবং এ ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। তাঁরা শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।