আবু হুমাইর, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের তুলাতুলী এলাকার মৃত জালালের ছেলে মোহাম্মদ আলী (৩৪) এবং উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/১ এলাকার মৃত বাবু মিয়ার ছেলে মো. ইলিয়াছ (২৯)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে তুলাতলী সংলগ্ন ঢাকাইয়ার বিল্ডিংয়ের পশ্চিম পাশে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, মেরিন ড্রাইভ সড়কে মাদক কারবারিরা ইয়াবার বড় একটি চালান পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে চৌকস আভিযানিক দলটি দ্রুত সেখানে অভিযান চালায়। অভিযানে ১ লাখ পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোনসহ দুইজনকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।