1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলা: বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টেকনাফে নাফ নদীতে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাঁশখালীতে ওলামা দলের দোয়া মাহফিল  সোনারগাঁয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে সময়কে মূল্যায়নের আহ্বান প্রধান অতিথির সেন্টমার্টিনে নৌবাহিনীর অভিযানে মিয়ানমারগামী সিমেন্টের চালান জব্দ ৩০ মাঝিমাল্লা আটক চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার লাকসামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলা: বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি শহিদ সভাপতি ও খুরশীদ সাধারণ, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-কার্তুজসহ আটক ১ টেকনাফে মাদক কারবারি আব্দুল শুক্কুর ইয়াবাসহ আটক

লাকসামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলা: বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি

 

লাকসামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে মামলা। আদালতে রায় অমান্য করে এবং দলের পেশিশক্তি দেখিয়ে সম্পত্তি দখলের চেষ্টা ও বাদীসহ পরিবারের সদস্যদের হত্যা করে লাশ ঘুম করার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে মামলার অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে। হুমকির পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদীসহ তার পরিবারের লোকজন।

 

বৃহস্পতিবার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের শাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে। হুমকিদাতারা হলেন, মামলার অভিযুক্ত প্রধান আসামি শাহাজাহান মিয়া। তিনি আজগরা ইউনিয়ন শাহাপুর ৫ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্বে রয়েছেন। এছাড়াও অভিযুক্ত আসামিরা হলেন, সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন, জালাল আহমেদ, মাহবুবুর হক, রফিকুল ইসলামসহ ১৫ জন।

 

হুমকির শিকার একই ইউনিয়ন শাহাপুর গ্রামের বাসিন্দা ও মামলার বাদী জাকির হোসেন জানান, একই বাড়ীর বিএনপি নেতা শাহাজাহান সঙ্গে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ১৩ জুলাই শাহাজাহানসহ তার লোকজন জাকির হোসেন ও তার ভাই মোশাররফ হোসেনের পৈত্রিক সম্পত্তি জোর পূর্বকভাবে দখলের চেষ্টা করে এবং তাদের একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে।পরে জাকির ও মোশাররফ হোসেনদের সম্পত্তিতে ঘর তুলতে বাধা প্রদান করে। এসময় প্রতিপক্ষ শাহাজাহানসহ তার সহযোগী ১০/১৫ জন জাকির ও মোশাররফকে পিটিয়ে আহত করে।তাদেরকে বাঁচাতে সন্তান ও স্ত্রী এগিয়ে আসলে তাদেরকে রামদা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসেন ১৬ জুলাই কুমিল্লা আদালতে শাহাজাহান,সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন, জালাল আহমেদ, মাহবুবুর হক, রফিকুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ভুক্তভোগী মোশাররফ হোসেন বলেন,প্রতিপক্ষ শাহাজাহান গং পেশিশক্তির জোরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমাদের জায়গায় জোরপূর্বক দখলে চেষ্টা ও প্রাণনাশক হুমকি দিয়ে যাচ্ছেন।

 

গত দুইদিন আগে প্রতিপক্ষ ও মামলার আসামি শাহাজাহান আমাদেরকে মামলা তুলে নিতে অব্যাহত হুমকি প্রদান করে আসছে এবং মামলা তুলে না নিলে আমাদের পরিবারের লোকজনকে হত্যা করে লাশ ঘুম করে রাখা হবে। এ বিষয়ে স্থানীয় ও পুলিশ প্রশাসনকে অবগত করা হয়েছে। হুমকির পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা।

 

অভিযুক্ত শাহাজাহান মিয়া বলেন, তাদের করা মামলা জিতার জন্য মামলার বাদীর লোকজন মিথ্যা কথা বলছেন। তাদেরকে আমি কেন হত্যার হুমকি দিবো, বরং তারা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এলাকার বাসিন্দারা তাদের সম্পর্কে ভালো জানেন, তারা কতটা খারাপ প্রকৃতি লোক।

 

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, জমিসংক্রান্ত বিষয়ে তদন্ত করে হুমকি দাতাদের বিরুদ্ধে  প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net