1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দিতে প্রবেশদ্বারে আন্ডারপাস নির্মাণের দাবীতে ছাত্র জনতার বিশাল মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেবিদ্বারে মোহনপুর উচ্চ বিদ্যালয় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় তীব্র শীতে কাঁপছে মানুষ! ভীড় বাড়ছে পুরাতন গরম কাপড়ের দোকানে ফুলছড়িতে বন্যহাতি রক্ষাকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত  উত্তরায় ২০০ ছিন্নমূল মানুষকে কম্বল দিল পথশিশু ফাউন্ডেশন ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দিতে প্রবেশদ্বারে আন্ডারপাস নির্মাণের দাবীতে ছাত্র জনতার বিশাল মানববন্ধন আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২ নির্বাচনের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক স্থিতিশীল হবে, আশা জয়শঙ্করের বিএনপি প্রার্থীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি 

ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দিতে প্রবেশদ্বারে আন্ডারপাস নির্মাণের দাবীতে ছাত্র জনতার বিশাল মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৪ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।

ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি থেকে নিলাম বাজার প্রকাশ কিবরিয়া রোডের সংযোগস্থল ও বাজারে প্রবেশদ্বারে একটি আন্ডারপাস নির্মাণের জন্য এলাকার ১০টি গ্রামের সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে ৫ জানুয়ারি সকাল ১১টায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ শ্রমিক নেতা রোমান মিয়া ও বদরুজ্জামান ছানুর যৌথ পরিচালনায় বিশিষ্ট মুরব্বি হাজী শানুর মিয়ার সভাপতিত্বে এতে অংশ গ্রহন করেন, বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি,কে গউছ, হবিগঞ্জ -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া, বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান আলী, উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান (পিয়ারা), সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, আউশকান্দি র,প, উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শাহ্ সুলতান আহমেদ, ইউপি বিএনপির সভাপতি শাহ্ এবাদুর রহমান দ্বারা, আব্দুল হামিদ নিকছন,দুদু মিয়া চৌধুরী, সাংবাদিক এম,মুজিবুর রহমান, আব্দুল কাইয়ূম, হাফেজ ক্বারী আরজু মিয়া, প্রমুখ৷ এলাকাবাসী সহস্রাধিক ছাত্র জনতা উক্ত মানববন্ধনে অংশ গ্রহন করেন৷

অনেকের সাথে আলাপকালে জানাযায়, আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরের উত্তরে আউশকান্দি, দীঘলবাক ও ইনাতগঞ্জ ইউনিয়ন সহ এলাকার সর্বসাধারণ ঢাকা-সিলেট মহাড়কের ঐ স্থান দিয়ে যানবাহন ও পায়ে হেটে যাতায়াত করেন বিধায় একটি আন্ডারপাস অত্যন্ত জরুরী। আন্দোলনকারীরা জানান, আউশকান্দি বাজারে একাধিক স্কুল, কলেজ ও মাদ্রসা, ব্যাংক, বীমা অফিস অবস্থিত। বিপুল সংখ্যক শিক্ষার্থী উক্ত বিশ্বরোড সংলগ্ন সড়ক পারাপারের মাধ্যমে এসব শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকেন। দ্রতগতির যানবাহনের কারণে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল মারাত্মক ঝুকির মধ্যে রয়েছে এই স্থানটি। বিশেষ করে শিশু ও কিশোর শিক্ষার্থীদের জন্য এই সড়ক পাড়াপার অত্যন্ত বিপদজনক হয়ে উঠেছে। গত কয়েক বছর এই সড়ক পারাপারের স্থানে সংঘটিত দূর্ঘটনায় অন্তুত ১২ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরো বহু মানুষ আহত হয়েছে। অনেক কৃষকের গবাদি পশুও মারা গেছে৷ ঢাকা-সিলেট ৪ লেন প্রস্তাবিত (৬ লেন) মহা সড়ক উন্নয় প্রকল্পটি বাস্তবায়িত হলে সড়ক পারাপারে উক্ত অংশে অত্যধিক পরিমাণে সড়ক দূর্ঘটনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তার স্বার্থে উল্লেখিত স্থানে একটি আন্ডারপাস নির্মাণ অত্যন্ত জরুরী। উক্ত স্থানে একটি এন্ডারপাস নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরদাবী জানিয়েছেন সর্বস্তরের ছাত্র/জনতা সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ৷অন্যতায় সর্বস্তরের ছাত্র জনতাকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন আন্দোলনকারীরা৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net