1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা-৯ আসন লাকসাম-মনোহরগঞ্জে ধানের শীষের প্রচারে জোয়ার সৃষ্টি হয়েছে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি কুমিল্লা-৯ আসন লাকসাম-মনোহরগঞ্জে ধানের শীষের প্রচারে জোয়ার সৃষ্টি হয়েছে খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের জেলা প্রধান সমন্বয়ক হলেন নিজাম উদ্দিন অল্প জমিতে বড় সম্ভাবনা: নবীনগরে সুইট কর্ণ চাষে সাফল্য দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে ধানের শীষে ভোট দিন -আবুল কালাম  ঈদগাঁওয়ে ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজলের নির্বাচনী গণমিছিল ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বেকারদের মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে : জামায়াতে আমির ডা. শফিকুর রহমান

কুমিল্লা-৯ আসন লাকসাম-মনোহরগঞ্জে ধানের শীষের প্রচারে জোয়ার সৃষ্টি হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ২ বার

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা-৯ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল কালামের পক্ষে নানা স্লোগান মুখর লাকসাম-মনোহরগঞ্জ নির্বাচনী এলাকায়। শিশু-কিশোর,যুবক-বৃদ্ধসহ, নানা শ্রেণি-পেশার মানুষ ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন।রাতদিন নানামুখী প্রচারে মুখরিত শহর পাড়া- মহল্লা থেকে শুরু করে মাঠ ঘাটে নারী-পুরুষের নাচে ও গানের চন্দ্রমিলিয়ে পুরো এলাকায় মুখরিত ধানের শীষে। প্রচারের কাজে ব্যবহার করছে মাইকিং, ৩১ দফা লিফলেট ও সামাজিক যোগাযোগের মাধ্যম।ধানের শীষের প্রার্থী আবুল কালাম কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি। গত ২১ তারিখে দলীয় ধানের শীষ প্রতীক সংগ্রহ করে তিনি ২২ তারিখ বৃহস্পতি থেকে ,শুক্র ও শনিবার দুই উপজেলার ১৯ ইউনিয়নের বিভিন্ন হাট বাজার, সড়ক ও জনবহুল এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।প্রচারণাকালে প্রার্থী ও তার সমর্থকরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। শনিবার মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় ধানের শীষের প্রার্থী আবুল কালাম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান,সাবেক প্রধান মন্ত্রী  প্রয়াত বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতীক ধানের শীষ।এই প্রতীক দেশের আপামর জনতার প্রতীক।

আমরা লাকসাম-মনোহরগঞ্জ থেকে সর্বোচ্চ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো।তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।তাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে ধানের শীষে ভোট দিন।তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিলে এই এলাকার শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদানসহ যাবতীয় সকল উন্নয়ন করা হবে। তিনি আরও বলেন, সবাইকে সচেতন থাকতে হবে। শত্রু এখনও আমাদের পেছনে লেগে আছে। শত্রু যেন আমাদেরকে কোনোভাবেই আঘাত করতে না পারে। ধানের শীষ একটি পবিত্র আমানত।এই আমানত আমি আপনাদের হাতে তুলে দিলাম।এটির পবিত্রতা রক্ষা করার দায়িত্ব সবার।

পৌর শহরে গাজিমুড়া এলাকার নতুন ভোটার ফারদিন রহমান ফুয়াদ বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট হাতে নিয়ে পড়েছি খুব ভালো লাগলো। আমি প্রথম ভোটার হয়েছি। এছাড়াও টিভিতে ও পত্রিকায় দেখেছি বিএনপির তারেক রহমান তারুণ্যদেরকে খুব পছন্দ করেন।এবারে নির্বাচনে আমার প্রথম ভোট তারেক রহমানের প্রতীক ধানের শীষে পক্ষে যাবে ইনশাআল্লাহ।

উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক বলেন,৩১ দফা কর্মসূচির লিফলেট  মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা তৃণমূলে একজোট হয়ে মাঠে নেমেছি। গ্রামেগঞ্জে মানুষের সাড়া খুবই আশাব্যঞ্জক। তারা পরিবর্তন ও গণতন্ত্র চায়—আমরা শুধু তাদের হাতে সেই পথনকশাটুকু তুলে দিচ্ছি। জনগণের সাড়া ভাল পাচ্ছি।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু ও মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খোরশেদ আলম তারা বলেছেন,বিএনপির মনোনীত প্রার্থী প্রিয় নেতা আবুল কালাম ভাই একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী। তাঁর পক্ষে মানুষের সমর্থন দিনে দিনে বাড়ছে। আমরা শান্তিপূর্ণভাবে ধানের শীষে প্রচারণা চালাচ্ছি, এবং জনগণের আস্থায় ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে বিশ্বাস করি।

মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বাসিন্দা ও প্রবাসী সোহেল মির্জা বলেন, আবুল কালাম সাহেব শুধু প্রার্থী নন, এই এলাকার মানুষের কাছের মানুষ। তাঁর পক্ষে মাঠে নামতে আমাদের আলাদা প্রেরণা লাগে না। এ অঞ্চলের মানুষ খুবই সচেতন। দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা আর মানুষের মুক্তির প্রশ্নে এই ৩১ দফা লিফলেট গুরুত্বপূর্ণ। তরুণেরা নিজ উদ্যোগে মাঠে নেমে প্রচারণা চালাচ্ছে এবং ধানের শীষের প্রতীক জন্য ভোট চাচ্ছেন —এটাই আমার সবচেয়ে বড় শক্তি। নাগঝাটিয়া গ্রামের বয়স্ক ভোটার রুস্তম আলী বলেন, আগে কেউ এভাবে বসে বসে বুঝায় নাই। এখন বুঝতে পারছি বিএনপি আসলে দেশের মানুষের জন্য কী করতে চায়। তাদের এ বাস্তবায়ন সঠিক ভাবে পরিচালনা করলে দেশ উন্নয়ন হবে দেশের মানুষ আর কষ্টে থাকবেনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net